Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PM CARES ফান্ডের দৌলতে দেশে দ্বিগুণ হারে বাড়ছে ভেন্টিলেটরের সংখ্যা

দেশে বাড়ছে ভেন্টিলেটরের সংখ্যা। ১৩০ কোটির জনসংখ্যার দেশে গত ৭০ বছরে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭ হাজার। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই ভেন্টিলেটরের সংখ্যা এত জনসংখ্যার দেশে অতি নগণ্য। বর্তমানে…

Avatar

দেশে বাড়ছে ভেন্টিলেটরের সংখ্যা। ১৩০ কোটির জনসংখ্যার দেশে গত ৭০ বছরে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭ হাজার। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই ভেন্টিলেটরের সংখ্যা এত জনসংখ্যার দেশে অতি নগণ্য। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য আগামী কয়েকদিনের মধ্যে দেশে আরও ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হবে। আর এই ভেন্টিলেটরের অর্থ আসবে প্রধানমন্ত্রীর PM CARES ফান্ড থেকে।

এই ৫০ হাজার ভেন্টিলেটররের জন্য বরাদ্দ করা হবে ২ হাজার কোটি টাকা। আর এই সব ভেন্টিলেটরগুলি ভারতেই তৈরী করা হবে। সেন্টার ফর ডিজিজ ডাইনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসিএবং প্রিন্সটন ইউনিভার্সিটির করা একটি সমীক্ষায় বলা হয়েছে ২০ এপ্রিল, ২০২০ পর্যন্ত দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭,৪৮১ টি। আগের ৪৭ হাজার আর নতুন ৫০ হাজার মিলিয়ে দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি পৌঁছাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আগামী দিনে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা আরও বাড়বে। আর তাই এই ভেন্টিলেটরের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। যা দেশের চিকিৎসা পরিকাঠামোকে অনেক শক্তিশালী করবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই PM CARES ফান্ড নিয়ে একাধিকবার বিরোধীরা প্রশ্ন তুলেছিল। কেন্দ্র জানিয়েছিল, এই তহবিলের টাকা থেকে ভেন্টিলেটর কেনা হবে।

About Author