Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সারা দেশেই হবে এনআরসি’ মমতাকে জবাব দিয়ে হুঙ্কার অমিত শাহের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও এনআরসি আটকানোর কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু…

Avatar

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও এনআরসি আটকানোর কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অভয় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিজেপিকে আটকে দিন, বাংলায় এনআরসি হতে দেব না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই দাবিকে এদিন নস্যাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানান, ‘সারা দেশেই এনআরসি হবে।’ দেশের কোন রাজ্যই এনআরসি থেকে বাদ যাবে না, একথা স্পষ্ট করে দেন তিনি। বিজেপি সমর্থিত রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তের করা এনআরসি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রসঙ্গে ২০০৫ সালে সাংসদ হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক প্রশ্নের উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বিষয়টি চেয়ারম্যানের দৃষ্টিগোচর করেন। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের রেকর্ড থেকে উদ্ধৃত করেছেন তাই এতে অন্যায্য কিছু দেখছেন না তিনি।

About Author