Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NRC আতঙ্কে রাজ্যের এ কি হাল! আতঙ্কে কি করছেন সাধারন মানুষ? দেখে নিন

পশ্চিমবঙ্গে এখনও এনআরসি চালু হয়নি কিন্তু এই এই এনআরসি এর আতঙ্ক ব্যাপক মাত্রায় প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের জনগণকে। নথি সংশোধনের জন্য সরকারি অফিসগুলির সামনে পড়ছে লম্বা লাইন। এমনই এক ঘটনা ঘটলো…

Avatar

পশ্চিমবঙ্গে এখনও এনআরসি চালু হয়নি কিন্তু এই এই এনআরসি এর আতঙ্ক ব্যাপক মাত্রায় প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের জনগণকে। নথি সংশোধনের জন্য সরকারি অফিসগুলির সামনে পড়ছে লম্বা লাইন। এমনই এক ঘটনা ঘটলো জলপাইগুড়ি জেলায়।

এনআরসি এর আতঙ্ক গ্রাস করে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের বাসিন্দাদের। সোমবার আধার কার্ড সংশোধনের জন্য জনতা ভিড় করে জলপাইগুড়ির হেড পোস্ট অফিসে। তাদের মধ্যে কেউ কেউ আবার রাত ৪ টা থেকে লাইন দেন। কিছু জনকে এনআরসি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, যদিও এখনও বাংলা তে এনআরসি চালু হয় নি কিন্তু সরকার যখন ইচ্ছা এনআরসি চালু করলে সমস্যায় পড়বেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাছাড়া সঠিক নথি না থাকলে দেশ ছাড়ার ভয়ে তারা নথি সংশোধন করতে এখানে জমায়েত হয়েছেন। প্রায় ৫০০ এর মতো লোক পোস্ট অফিসের সামনে লাইন দেন এই দিন।

About Author