Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NRC চূড়ান্ত তালিকায় নাম নেই! জানেন কী করতে চলেছে সরকার?

অরূপ মাহাত: গুয়াহাটি থেকে ২২ কিলোমিটার দূরে অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় ৪৫ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে আচমকা নাগরিকত্বের স্বীকৃতি হারিয়ে বিদেশি বলে গণ্য মানুষদের জন্য বিশেষ ওই বন্দিশালা।…

Avatar

অরূপ মাহাত: গুয়াহাটি থেকে ২২ কিলোমিটার দূরে অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় ৪৫ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে আচমকা নাগরিকত্বের স্বীকৃতি হারিয়ে বিদেশি বলে গণ্য মানুষদের জন্য বিশেষ ওই বন্দিশালা। সরকারি পরিভাষায় ডিটেনশন সেন্টার। দেশের বৃহত্তম এই বন্দিশালায় প্রায় ৩০০০ বন্দি থাকতে পারবেন, এমন ভাবেই তৈরি হচ্ছে ওই সেন্টার।

বর্তমানে অসমে আরও ছ’টি ডিটেনশন সেন্টার রয়েছে। এই সমস্ত সেন্টারে বিদেশি বলে গণ্য মানুষদের থাকতে হয় বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সঙ্গে। যেমন, ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা হারার পর ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছিল ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সানাউল্লাহর। সেখানে আর পাঁচ জন অপরাধীর সঙ্গে একমাস কাটাতে হয় তাঁকে। তবে মাটিয়ার বন্দিশালায় প্রথম, যেখানে শুধু বিদেশি বলে গণ্যরা থাকবেন। বরপেটা, ডিমা, হাসাও, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শিবসাগর ও শোনিতপুরে এই ধরণের আরও ১০টি সেন্টার তৈরি করতে চায় বিজেপি শাসিত রাজ্য সরকার। এই সেন্টারগুলির প্রতিটিতে প্রায় ১০০০ জন করে থাকতে পারবে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মাটিয়ায় সেন্টার তৈরির কাজ খুব দ্রুততার সাথে চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author