Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেল যাত্রীদের দারুন মজা, এবার লাইনে না দাড়িয়ে UPI ব্যবহার করে কাটা যাবে টিকিট, জানুন কীভাবে

ভারতীয় রেলের থেকে বড় এবং সস্তা পরিবহন ব্যবস্থা হয়তো সারা বিশ্বে একটাও নেই। সারা দেশের মানুষ এই রেলের মাধ্যমে যাতায়াত করে থাকেন। তবে আপনি যদি ঘন ঘন রেলে ট্রাভেল করে…

Avatar

ভারতীয় রেলের থেকে বড় এবং সস্তা পরিবহন ব্যবস্থা হয়তো সারা বিশ্বে একটাও নেই। সারা দেশের মানুষ এই রেলের মাধ্যমে যাতায়াত করে থাকেন। তবে আপনি যদি ঘন ঘন রেলে ট্রাভেল করে থাকেন, তাহলে আপনি হয়তো অবশ্যই জানেন, ভারতীয় রেলের সবথেকে বড় অসুবিধা হলো রেলের টিকিট কাটা। টিকিট কাটার জন্য আপনাকে বেশ পরিশ্রম করতে হয় এবং অনেক সময় আপনাকে এই টিকিট কাটার জন্য দীর্ঘ সময় লাইনেও দাঁড়াতে হয়। কিন্তু এবারে ভারত সরকার ভারতের সাধারণ মানুষের জন্য একটা দারুন সুবিধা নিয়ে এসেছে, যার ফলে ভারতের সাধারণ মানুষ আর কোনরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন না। এখন নতুন প্রযুক্তিতে সজ্জিত টিকিট বুকিংয়ের পদ্ধতি গ্রহণ করা হবে। যেখানে আপনি UPI-এর মাধ্যমে ট্রেনের টিকিট কিনতে পারবেন।

ভারতীয় রেলওয়ে দেশের পরিবহনের একটি মাধ্যম। যেখানে আপনি খুব কম দামে আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। যার কারণে হাজার হাজার ট্রেন চলাচল করছে রেল। কিছুদিন আগেই রেলের আরও একটি ক্রমবর্ধমান সমস্যার সমাধান করেছে সরকার। খবরে বলা হচ্ছে, ১ এপ্রিল থেকে রেলের সাধারণ টিকিট পেমেন্টের জন্য ডিজিটাল QR কোড অনুমোদিত হয়েছে, যার ফলে এখন আপনি UPI-এর মাধ্যমে আপনার সাধারণ ট্রেনের টিকিট কিনতে পারবেন, যার অর্থ হলো, এখন আপনাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। লাইনে না দাড়িয়েই আপনি টিকিট কাটতে পারবেন আপনার যাত্রার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৯৬টি স্টেশনে পরিষেবা শুরু হবে

রেলওয়ের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে এখন রেলওয়ে স্টেশনগুলিতে অসংরক্ষিত টিকিট কাউন্টারেও অনলাইন টিকিট করার সুবিধা পাওয়া যাবে। সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন আজমির ডিভিশনের সিনিয়র ডিসিএম সুনীল মহলা। তিনি জানিয়েছেন, রি-ডিভিশনের ৯৬টি স্টেশনে এই পরিষেবা চালু করতে ৩১ মার্চের মধ্যে সব প্রস্তুতি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, রেলওয়ের এই নতুন পরিষেবাটি প্রতিদিন লাখ লাখ মানুষের সময় বাঁচাবে এবং তারা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে QR কোডের মাধ্যমে অর্থপ্রদান করতেও সক্ষম হবেন। এই পদ্ধতি ব্যবহার করে Paytm, Google Pay এবং Phone Pay-এর মতো বড় UPI মোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

About Author