নয়াদিল্লি: অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার হাত ধরেই কার্যত শিলান্যাসের কাজ হয়। আর এবার অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কথা ভাবছে যোগী আদিত্যনাথ সরকার।
রাম ভক্তের সংখ্যা এ দেশে নেহাত কম নেই। শুধু দেশে নয়, বিদেশেও শ্রীরামচন্দ্রের ইতিহাস সকলের জানা। তাই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ার পর সেখানে সারা বছর দেশ-বিদেশের ভক্তের সমাগম প্রচুর হবে বলে আশাবাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই আদিত্যনাথ অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ শুরু করে দিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে, ২০১৭ সাল অযোধ্যায় একটি বিমানবন্দর তৈরীর কাজ চলছিল। সেই বিমানবন্দরটিকেই পুনর্নির্মাণ করে শ্রীরামচন্দ্রের নামকরণ করা হবে বলে আদিত্যনাথ জানিয়েছেন। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হবে বলে সূত্রে খবর।
আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করতে লাগবে ৬০০ একর জমি। ৩৭৫০ মিটার লম্বা ও ৪৫ মিটার চওড়া হবে রানওয়ে হবে। ইতিমধ্যে যোগী আদিত্যনাথের সরকার বিমানবন্দরটিকে সম্প্রসারণ করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। জেলা আধিকারিকরাও এ বিষয়ে একটি রিপোর্ট ইতিমধ্যেই পেশ করেছে। সুতরাং, রাম মন্দির তৈরি হওয়ার পাশাপাশি শ্রীরামচন্দ্র নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।