Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Saswata Chatterjee: এবার অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার! জন্মদিনে ‘রিটার্ন গিফট’ দিলেন শাশ্বত চ্যাটার্জি 

বাংলা চলচ্চিত্র জগতে একজন দাপুটে অভিনেতা হিসাবেই বাংলা সিনেপ্রেমীদের কাছে তিনি জনপ্রিয়। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ শুধু বাঙালো আপামোর সিনেপ্রেমী মানুষ। তিনি আর কেও নন, বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের…

Avatar

By

বাংলা চলচ্চিত্র জগতে একজন দাপুটে অভিনেতা হিসাবেই বাংলা সিনেপ্রেমীদের কাছে তিনি জনপ্রিয়। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ শুধু বাঙালো আপামোর সিনেপ্রেমী মানুষ। তিনি আর কেও নন, বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউডে নওয়াজউদ্দিন, পঙ্কজের মতো স্টাররা থাকলে, বাঙালির কাছে আছে শুধু শাশ্বত। যে একাই একশো। কখনও বাঙালীর অজিত তো কখনও বব, কখনও আবার হাতকাটা কার্তিক। শীত, গ্রীষ্ম বর্ষা বাঙালীর কাছে শাশ্বতই ভরসা।

তবে শাশ্বত এখন বাংলা সিনেমার গণ্ডি পেড়িয়ে অনেক দিন আগেই পা রেখেছিলেন বলিউডে৷ বলি দুনিয়াতে বাঙালী তারকার বব বিশ্বাসের চরিত্রটি এক আলাদা মাত্রা ফেলে দিয়েছে প্রতিটি সিনে দর্শকের হৃদয়ে। ১৯ ডিসেম্বর ছিল এই বিশেষ ট্যালেন্টেড অভিনেতার স্পেশাল ডে,থুরি ৫১ তম।বার্থ ডে। জন্মদিনের সেই শুভক্ষণে ইন্ড্রাস্টির বন্ধু থেকে অনুগামীর সকলের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন। তবে তিনিও সিনেমা প্রেমী মানুষদের জন্য দিলেন নিজের জন্মদিনের রির্টান গিফট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সকলের জন্য নিয়ে এলেন আরেকটি খুশির খবর। কি সেই গিফট? শুভেন্দু চ্যাটার্জির সুযোগ্য পুত্র শাশ্বত এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বলিউড সুপারস্টার অনিল কাপুরের সাথে হাসিমুখে ছবি শেয়ার করলেন। আর এই ছবির ক্যাপশনে লিখলেন, ‘আমার বড় ফ্যান বয় মুহূর্ত। আমার পরের কাজের জন্য ওয়ান অ্যান্ড ওনলি অনিল কাপুরের সঙ্গে রিহার্সাল করছি।’ অর্থাৎ খুব শিগগিরই আরও একটি হিন্দি ছবিতে দেখা যাবে বাংলার অজিতকে।তবে এই নতুন সিনেমার নাম বা চরিত্র নিয়ে আপাতত কিছু জানাননি রুপোলি পর্দার বব বিশ্বাস। এতে একটু সাসপেন্স বজায় রেখেছেন তিনি।

এই প্রথম নয় এর আগে অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ ছবিতে ছিলেন শাশ্বত। কঙ্গনা রানাওয়তের সঙ্গে ‘ধাকড়’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন।  এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। দর্শকরা যে তাঁকে বাংলার পাশাপাশি বলিউড ও সাদরে গ্রহণ করছেন তা তাঁর একের পর এক কাজ পাওয়া থেকেই স্পষ্টত। উল্লেখ্য,কিছুদিন আগে বলিউডের প্রথম সারির প্রযোজক করণ জোহরের সঙ্গেও একটি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। ছবির নাম রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে সুযোগ পান। কিন্তু তিনি এই সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন । কারন এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয়ের জন্য ভারতনাট্যমের প্রশিক্ষণ নিতে হত। এত স্বল্প সংয়ের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ নেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিলনা। তাই একপ্রকার বাধ্য হয়েই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

About Author