কলকাতা: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে মানুষের জীবন যেন থমকে গিয়েছিল, ঠিক তেমনই থমকে গিয়েছিল যান চলাচল ব্যবস্থা। বাস থেকে ট্রাম, রেল থেকে বিমান সমস্ত কিছুই স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউন ওঠার পর নিউ নর্ম্যাল পরিস্থিতিতে মানুষের জীবন স্বাভাবিক ছন্দে একটু একটু করে ফিরছে। যান পরিষেবা ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসছে। রেল পরিষেবা চালু হওয়ার পাশাপাশি চালু হয়েছে বিমান পরিষেবাও। আর এবার আরও একধাপ বিমান পরিষেবা এগোল। লকডাউনের পর কলকাতা থেকে দিল্লিগামী বিমান সপ্তাহে তিনদিন চলত। তবে এবার থেকে প্রত্যেকদিন রাজধানীর বুকে কলকাতা থেকে বিমান উড়ে যাবে। এমনটাই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
লকডাউনের পর যখন বিমান পরিষেবা চালু হয়, তখন সপ্তাহে তিনদিন কলকাতা থেকে দিল্লিগামী বিমান গেলেও তা সরাসরি যেত না। পাটনা হয়ে রাজধানীতে পৌঁছত কলকাতার বিমান। তবে এবার নবান্ন থেকে দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বিমান পরিষেবা স্বাভাবিক করতে হবে। অর্থাৎ প্রত্যেকদিন সরাসরি দিল্লিতেই কলকাতা থেকে বিমান উড়ে যাবে। বিমান সংখ্যা কমানো হয়েছিল। তবে এবার বিমান পরিষেবা স্বাভাবিক করার তাগিদে বিমান সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজ্য সরকারের এ হেন সিদ্ধান্তে খুশি বিমানযাত্রীরা। কারণ, কলকাতা থেকে দিল্লিগামী বিমানের যাত্রী সংখ্যা নেহাত কম নয়। এতদিন ভায়া যেতে হওয়ায় অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে যাত্রীদের। তবে এবার পরিষেবা স্বাভাবিক হলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।