আজকালকার দিনে বেশিরভাগ বিখ্যাত কোম্পানি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করার দিকে বেশি ঝুঁকতে শুরু করেছে। আর এখন আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই হিরো কোম্পানি তাদের হিরো প্যাশান বাইকটি ইলেকট্রিক ভার্সনে নিয়ে আসতে পারে। আজকের ক্রমবর্ধমান যুগে এখন ইলেকট্রিক বাইকের একটা দারুন জনপ্রিয়তা রয়েছে। খুব সহজেই হিরো কোম্পানির এই বাইকটি এবারে ভারতের বাজারে জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকে আপনি পাবেন কিছু এমন ফিচার যা এই বাইকটিকে করে তুলেছে অনন্য। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের অত্যাধুনিক কিছু ফিচারের ব্যাপারে
আপনাদের জানিয়ে রাখি হিরো প্যাশন বাইকে আপনি পেয়ে যাবেন একটি ২ কিলোওয়াট এর মোটর যা ৫০০০ rpm গতিতে ৬.৫ nm টর্ক তৈরি করবে। অন্যদিকে এই বাইকটার সমস্ত ক্ষমতা ব্যবহার করার জন্য এই বাইকে একটি ২.২ kwh ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি দেওয়া হবে যা থেকে খুব সহজেই আপনার বাইক শক্তি পাবে। এই বাইকটি সহজেই ১২০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে এবং এই বাইকের সর্বোচ্চ গতি হবে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই টু হুইলার বাইকে আপনি বেশ কিছু আধুনিক ফিচার পাবেন যার মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি হেড লাইট এবং টেইল লাইট। এছাড়াও রয়েছে একটি সাইট স্ট্যান্ড ইন্ডিকেটর এবং চার্জিং পোর্ট এর পাশাপাশি রিভার গিয়ার। আপনাকে যদি এই বাইকের দাম সম্পর্কে বলি তাহলে ভারতীয় বাজারে এই বাইকটির দাম হবে প্রায় ১. ১৫ লাখ থেকে ১. ২৫ লাখ টাকার মধ্যে। খুব শীঘ্রই ভারতের বাজারে এই বাইক আপনি দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে।