Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! এবার বেসরকারি হাসপাতালগুলিতেও মিলবে করোনা ভ্যাকসিন, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা: বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে। তবে এখনও স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালে কবে থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে,সে ব্যাপারে কিছু জানায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতর গতকাল, বুধবার (Wednesday) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির…

Avatar

কলকাতা: বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে। তবে এখনও স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালে কবে থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে,সে ব্যাপারে কিছু জানায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতর গতকাল, বুধবার (Wednesday) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে করে। সূত্রের খবর, ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধির সঙ্গে ওই বৈঠক হয়েছে৷ বেসরকারি হাসপাতাল থেকেও যাতে করোনা টিকা পাওয়া যায়,তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ওই বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা এবং সচিব স্তরের কর্তারা ছিলেন৷

প্রসঙ্গত,করোনা ভ্যাকসিন গত মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে৷ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে টিকাকরণ৷ পশ্চিমবঙ্গেl কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে৷ করোনার টিকা প্রথম প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মী এমনকি চতুর্থ শ্রেণির কর্মীদেরও টিকাকরণ হবে। দ্বিতীয় পর্যায়ে পুলিশকর্মীদের এবং তৃতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে সাধারণ মানুষকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিষ্ঠানগুলির চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীর টিকাকরণের বন্দোবস্ত রাজ্য সরকারের তরফেই করা হবে বলে জানানো হয়েছে৷ রাজ্যে দুটি জায়গায় ভ্যাকসিন স্টোর করা হয়েছে৷ একটি বাগবাজারে রাজ্য সরকারের ভ্যাকসিন স্টোর এবং দ্বিতীয়টি হেস্টিংসে ভ্যাকসিন হাব৷ বাগবাজার ভ্যাকসিন স্টোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে৷ এইসব তথ্য কো-উইন অ্যাপে মিলেছে৷

About Author