Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় সুযোগ সরকারি কর্মচারীদের, এই প্রিমিয়াম ট্রেনে এবার বিনামূল্যেই ভ্রমণ করতে পারবেন তাঁরা

সরকারি কর্মচারীরা এবার বিনামূল্যেই বা বিশেষ ছাড়ে করতে পারবেন তেজস ট্রেনে ভ্রমণ। শুনে অবাক লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই দুর্দান্ত সুযোগ আনল মোদি সরকার। সম্প্রতি অর্থমন্ত্রক…

Avatar

সরকারি কর্মচারীরা এবার বিনামূল্যেই বা বিশেষ ছাড়ে করতে পারবেন তেজস ট্রেনে ভ্রমণ। শুনে অবাক লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই দুর্দান্ত সুযোগ আনল মোদি সরকার। সম্প্রতি অর্থমন্ত্রক একটি নির্দেশিকা জারি করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তি অনুসারে, অফিসিয়াল ট্যুরের জন্য তেজস এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের বিষয়টি অর্থমন্ত্রক দীর্ঘদিন ধরেই বিবেচনা করছিল। এই নির্দেশিকার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের তেজস এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের অনুমতি করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো তেজসেও অফিশিয়াল ট্যুর, প্রশিক্ষণ, ট্রান্সফার বা অবসরের ক্ষেত্রে যাত্রা করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

এই নয়া সুযোগ সমন্ধে সরকারি এক আধিকারিক জানিয়েছেন যে অনেকদিন ধরে পরামর্শ করে সরকারি কর্মচারীদের জন্য এই সুযোগ আনা হল। এবার প্রিমিয়াম ট্রেনের তালিকায় যোগ করা হল তেজস এক্সপ্রেসকেও। এই ট্রেনে সরকারি কাজের জন্য বিনামূল্যে বা বিশেষ ছাড় নিয়ে ভ্রমণ করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। দেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(৫)-এর অধীনে বাধ্যতামূলক ভাবে ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের সঙ্গে পরামর্শ করে এই আদেশগুলি জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও জানা গিয়েছে, যারা সরকারি কাজে জরুরি ভিত্তিতে তেজসে তৎকাল বা প্রিমিয়ার তৎকালের টিকিট কাটবেন, তাদের পরে রিইম্বার্সমেন্ট দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পে লেভেল ১২ বা তার ওপর তারা তেজসের এসি ফার্স্ট ক্লাস কামরায় ভ্রমণ করতে পারবেন। যাদের পে লেভেল ৬ থেকে ১২ এর মধ্যে তারা এসি সেকেন্ড ক্লাস বা এসি চেয়ার কারে ভ্রমণ করতে পারবেন। এছাড়া পে লেভেল ৫ এর ওপরে থাকা সকলে এসি থ্রি টায়ার বা চেয়ার কারে ভ্রমণ করতে পারবেন।

About Author