Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার আইআরসিটিসিতে মিলবে বাসের টিকিটও

নয়াদিল্লি: বছর শুরুতেই রেল যাত্রী জন্য খুশির খবর। IRCTC সম্প্রতি তাদের পুরনো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটি আপডেট করে সম্পূর্ণ নতুনভাবে লঞ্চ করেছে। নয়া এই অ্যাপ ও ওয়েবসাইটে রয়েছে একাধিক ফিচার। রেলের (Rail)…

Avatar

নয়াদিল্লি: বছর শুরুতেই রেল যাত্রী জন্য খুশির খবর। IRCTC সম্প্রতি তাদের পুরনো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটি আপডেট করে সম্পূর্ণ নতুনভাবে লঞ্চ করেছে। নয়া এই অ্যাপ ও ওয়েবসাইটে রয়েছে একাধিক ফিচার। রেলের (Rail) টাইম টেবিল, খাবার বুকিং থেকে শুরু করে শেষ লেনদেন যাবতীয় বিষয়ে কাজ করা যাবে এখানে। সবথেকে বড় বিষয়ে বিমান ও বাসের টিকিটও বুকিং করা যাবে এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনের রেলের টিকিট কাটতে অনেক সময়ে হয়রানিতে পড়েত হত যাত্রীদের। এমন অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। এবার সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। রেলে টিকিট বুকিং, টিকিট বাতিল, ট্রেনের লোকেশন, খাবার বুকিং, টিকিট সংক্রান্ত অনলাইন লেনদেন যাবতীয় সমস্ত কাজ এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। IRCTC এই নয়া অ্যাপেই মিলবে সব পরিষেবা একসঙ্গে। এ বিষয়ে রেল মন্ত্রী পীযূষ গোয়েল জানান, IRCTC যাত্রী স্বাচ্ছন্দ্যে দুর্দান্ত পদক্ষেপ নিয়ে ওয়েবসাইট ও অ্যাপ চালু করেছে। যাত্রীদের জন্য এটা নতুন বছরের গিফট। যাত্রীদের জন্য আগামী দিনে আরও কাজ করবে IRCTC।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাস বুকিং। এটা একপ্রকার নতুন ফিচার। স্বল্প দূরত্বের জন্য কোনও যাত্রী বাস বুকিং করতে পারবেন অনায়সে। এই অ্যাপের মাধ্যমেই ই-টিকিং সিস্টেমে সংশ্লিষ্ট যাত্রী বাসের সিট বুকিং করতে পারবেন।

বিমানের টিকিটও কাটা যাবে এই অ্যাপের সাহায্যে।  সেইসঙ্গে কখন কোন সময়ে কী উড়ান রয়েছে, সেই যাবতীয় তথ্যও এখানে মিলবে।

ট্রেনের টিকিট কাটার পদ্ধতি আরও উন্নত করা হয়েছে। ই-টিকিট সিস্টেম আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে এখানে।

টিকিট সংক্রান্ত যাবতীয় লেনদেনর বিবরণ এই অ্যাপে থেকে যাবে। ফলে যাত্রীদের সমস্যা হবে না।

ট্রেনের স্টেটাস, সিটের বিবরণ ইত্যাদিও দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। সেইসঙ্গে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।

তবে প্রত্যেক যাত্রীদের অ্যাপে গিয়ে সঠিক আইডি দিয়ে লগ ইন করতে হবে।

About Author