Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকা নয়, ATM মেশিন থেকে বেরোচ্ছে চাল, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাস এর জন্য বিশ্ব অর্থনীতির অবস্থা খুবই সংকটজনক। এমন কি চাকরিও হারিয়েছেন অনেকে। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাজ বন্ধ। কলকারখানাও স্থগিত। এই প্রথম বিশ্বের…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য বিশ্ব অর্থনীতির অবস্থা খুবই সংকটজনক। এমন কি চাকরিও হারিয়েছেন অনেকে। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাজ বন্ধ। কলকারখানাও স্থগিত। এই প্রথম বিশ্বের সমস্ত জায়গার মানুষ এইভাবে একইসঙ্গে বিপর্যস্ত। তাই জন্য সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এসেছেন অনেকেই। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, সেলিব্রেটি প্রত্যেকেই পাশে আছেন।

হাতে হাতে তুলে দিচ্ছেন গরীব মানুষদের জন্য চাল, ডাল তেল, নুন। তবে এবার হাতে হাতে তুলে দেওয়া নয়, সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে যে যার ইচ্ছা মতন চাল নিয়ে যেতে পারবেন এ টি এম এর মাধ্যমে? শুনতে অবাক লাগছে? অবাক হবার মতনই কথা। কারণ এতদিন ধরে জেনে এসেছেন এ টি এমে পাসওয়ার্ড দিলেই আপনি টাকা নিতে পারতেন। কিন্তু এ আবার কেমন এটিএম থেকে চাল পাওয়া যাচ্ছে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে এমনটাই ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই লাইন দেওয়ার পরে সুইচ টিপে প্লাস্টিক নিয়ে একটি সামনে ধরলেই বেরিয়ে আসছে চাল। এ এক অভিনব উদ্যোগ। এর জন্য কোনো রকম অর্থ নেওয়া হচ্ছে না। বিনামূল্যেই খেটে খাওয়া মানুষদের মধ্যে এই ভাবেই চাল বিতরণ করা হচ্ছে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই চাল পাচ্ছে। সুন্দর নিয়ম চালু করেছে এই দেশগুলো। করোনা ভাইরাসের এই যুদ্ধে আমরা প্রত্যেকে সামিল।

প্রত্যেকটি দেশ ক্রমাগত চেষ্টা করে চলেছে কি করে এই যুদ্ধে জয়লাভ করা যায়। কোনরকম রক্তপাত নেই, কোনো রকম যুদ্ধ নেই, একটি ভাইরাস কিভাবে গোটা বিশ্বের মানুষকে এমন করে ঘোল খাওয়াতে পারে, তা সত্যিই না দেখলে বিশ্বাস হত না।

About Author