আন্তর্জাতিকনিউজ

শুধু রাণাঘাট নয়, বিদেশের রাস্তায় গান গেয়ে ভিক্ষা করেন এই মহিলা!

Advertisement

অরূপ মাহাত: খুব সম্প্রতি পশ্চিমবঙ্গের রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করার একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রাণু মন্ডল নামের এক মহিলা রাণাঘাট স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করছেন। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যার ফলে জীবন বদলে যায় রাণু মন্ডলের। রাণাঘাট স্টেশন থেকে বলিউডে উত্থান ঘটে তার। হিমেশ রেশমিয়ার সুরে তাঁরই একটি সিনেমাতে প্লেব্যাক গায় রাণু। তবে শুধু রাণাঘাট নয়, বিদেশেও রাস্তায় গান গেয়ে ভিক্ষা করার নজির রয়েছে। এবার এমনই এক ভিডিও ভাইরাল হলো ফেসবুকে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক মহিলা পেরুর গলিতে সন্তানকে কোলে নিয়ে গান গাইছেন যাতে পথচলতি মানুষ তার গান শুনে কিছু টাকা ভিক্ষে দেয়৷ মহিলার কোলে তার ৯ মাসের সন্তান। ভিডিওটি UNHCR, the UN Refugee Agency অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা হয়েছিল৷ ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল Venezuelan mother sings on the streets of Peru৷ ভিডিওতে গান গাওয়া এই মহিলা রাস্তায় গান গেয়ে ভিক্ষা করেন বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button