Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রণবীর কাপুরকে নিয়ে মনের ইচ্ছের কথা জানালেন নবাব কন্যা সারা আলি খান

সাইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। করিনা কাপুর খানের তুতো ভাইকেই মনে মনে বরের জায়গা দিয়েছেন 'কেদারনাথের' সারা। যা শুনে বেশ অবাকই…

Avatar

সাইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। করিনা কাপুর খানের তুতো ভাইকেই মনে মনে বরের জায়গা দিয়েছেন ‘কেদারনাথের’ সারা। যা শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। কিন্তু কোন উত্তর দেননি বাবা সাইফ আলি খান।

রণবীর কাপুরকে নিয়ে মনের ইচ্ছের কথা জানালেন নবাব কন্যা সারা আলি খান

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট চুটিয়ে প্রেম করছেন একে অপরের সঙ্গে। ঠিক এরই মাঝে কাবাব মে হাড্ডি হতে রাজী আছেন সারা।

রণবীর কাপুরকে নিয়ে মনের ইচ্ছের কথা জানালেন নবাব কন্যা সারা আলি খান

আপনি হয়তো অবাক হচ্ছেন এই সব শুনে। আরে মশাই, ২০১৮ সালে কফি উইথ করণ শোয়ে উপস্থিত হন এই বাবা আর মেয়ে। সেখানে করণ জোহরের প্রশ্নের উত্তরে সারা তাঁর মনের কথা জানান। সেখানে তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান। এদিকে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতেও চান সারা।

রণবীর কাপুরকে নিয়ে মনের ইচ্ছের কথা জানালেন নবাব কন্যা সারা আলি খান

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পরই কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান নবাব কন্যা। ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলের শ্যুটিংয়ের সময় কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছড়ায়। যদিও সেই সম্পর্ক ভেঙ্গেও যায়। এরপর পর সারা নাম জড়ায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেসে এবং বলিউড ড্রাগ কেসে। এনসিবি-র জেরার মুখেও পড়েন সারা। তবে এখন কার সঙ্গে প্রেম করছেন তা সিক্রেট।

রণবীর কাপুরকে নিয়ে মনের ইচ্ছের কথা জানালেন নবাব কন্যা সারা আলি খান

About Author