Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টার ডিউটি! বাংলার সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা—জানুন কারা উপভোগ করবেন এই সুবিধা?

রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মীর কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতো ৮ ঘণ্টা নয়, এবার থেকে প্রতিদিন ৬ ঘণ্টা ডিউটি করবেন তাঁরা। নবান্নের এই ঘোষণার ফলে কর্মীদের দৈনিক ২…

Avatar

রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মীর কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতো ৮ ঘণ্টা নয়, এবার থেকে প্রতিদিন ৬ ঘণ্টা ডিউটি করবেন তাঁরা। নবান্নের এই ঘোষণার ফলে কর্মীদের দৈনিক ২ ঘণ্টা করে কম কাজ করতে হবে।

অকাল গ্রীষ্মে তাপপ্রবাহের প্রভাব

এপ্রিল-মে মাসে তীব্র গরমের সঙ্গে রাজ্যবাসী পরিচিত থাকলেও এবার মার্চ মাসেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। প্রচণ্ড রোদ ও দাবদাহে রাস্তায় বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সরকার কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারা পাবেন এই সুবিধা?

সরকারি চাকরি মানেই শুধু অফিসের ডেস্কে বসে কাজ করা নয়। অনেক বিভাগে কর্মীদের মাঠে নেমে বা খোলা আকাশের নিচে কাজ করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা—সব ঋতুতেই তাঁদের রাস্তায় নেমে দায়িত্ব পালন করতে হয়।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ট্রাফিক পুলিশ। তীব্র গরমে তাঁদের দীর্ঘক্ষণ রাস্তায় কাজ করতে হয়, যা শরীরের ওপর প্রচণ্ড প্রভাব ফেলে। তাই এই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে সরকার ট্রাফিক পুলিশের ডিউটির সময় ২ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অসংখ্য কর্মী, বিশেষ করে যাঁরা প্রচণ্ড গরমের মধ্যে বাইরে কাজ করেন।

About Author