আন্তর্জাতিকনিউজ

সারা বিশ্বে মৃত্যুলীলার পর এই প্রথম কিমের দেশে থাবা বসালো করোনা ভাইরাস

উত্তর কোরিয়ার কায়েসং শহরে প্রথম এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আর এরপরেই এমার্জেন্সি ঘোষণা করেছে কিম।

Advertisement
Advertisement

করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এই মহামারীর। উহান থেকে শুরু করে সারা বিশ্বে বিস্তৃতি লাভ করেছে মারণ করোনা ভাইরাস। তবে বেশ কিছু দেশ করোনা থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। এর তালিকাতে ছিল কিমের দেশ উত্তর কোরিয়াও। কিন্তু এবার কিমের দেশেও থাবা বসালো করোনা।

Advertisement
Advertisement

উত্তর কোরিয়ার কায়েসং শহরে প্রথম এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আর এরপরেই এমার্জেন্সি ঘোষণা করেছে কিম। জারি হয়েছে কড়া লকডাউন।শনিবার সব জরুরি পরিষেবা ও করোনা প্রতিরোধক মূলক ব্যবস্থা নেবার জন্যি মিটিং করেছেন তিনি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে কড়া নিয়মের মধ্যে রাখা হয়েছে। আর ওই শহর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আবার সে দেশের সংবাদমাধ্যম সূত্রে এটাও খবর এসেছে যে ওই ব্যক্তি অবৈধভাবে সীমানা অতিক্রম করে এসেছে। আর এরজন্য দক্ষিণ কোরিয়াকে দোষী মানা হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার তরফে এই অভিযোগের কোনো বৈধতা নেই। ফলে কিমের এটা কূটনৈতিক চাল ও হতে পারে বলে অনেকে মনে করছেন। এদিকে সারা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে উত্তর কোরিয়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জিনিস আদানপ্রদান করছে। এই দেশের আশেপাশের দেশ জাপান ও কোরিয়া সংক্রমিত হলেও কিমের দেশে ৬ মাস পরে সংক্রমণের খবর মিলল। যা বিশেষজ্ঞরা মানতে নারাজ। নিশ্চই কিছু লুকিয়েছে কিম এমনটাই অনেকে মনে করছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button