Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উন্মুক্ত ক্লিভেজে মঞ্চে উষ্ণতা ছড়ালেন Nora Fatehi, ভিডিও পুরো আগুন

নোরা ফতেহি (Nora Fatehi) বলিউডে আবারও ফিরিয়ে নিয়ে এসেছেন আইটেম ডান্সের ট্রেন্ড। কানাডার বাসিন্দা নোরা পরিবারের আর্থিক সমস্যার কারণে বেলি ডান্সারের পেশায় এসেছিলেন। পরবর্তীকালে তিনি বলিউডে আসেন মডেলিং-এর সূত্রে। কালার্স…

Avatar

নোরা ফতেহি (Nora Fatehi) বলিউডে আবারও ফিরিয়ে নিয়ে এসেছেন আইটেম ডান্সের ট্রেন্ড। কানাডার বাসিন্দা নোরা পরিবারের আর্থিক সমস্যার কারণে বেলি ডান্সারের পেশায় এসেছিলেন। পরবর্তীকালে তিনি বলিউডে আসেন মডেলিং-এর সূত্রে। কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ নজর কেড়েছিলেন নোরা। তবে এরপর বলিউডের জমি শক্ত করতে তাঁকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। বর্তমানে নোরা প্রতিষ্ঠিত বলিউড ডান্সার। অভিনেত্রী হিসাবেও ডেবিউ করেছেন তিনি। প্রচুর স্টেজ শো করেন নোরা। সম্প্রতি নোরার স্টেজ শোয়ের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নোরার পরনে রয়েছে সবুজ রঙের সিকুইনড ব্রালেট। ব্রালেটের নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে নোরার ক্লিভেজ সহ স্তনের অনেকখানি অংশ। এই ব্রালেটের সাথে টিম আপ করা হয়েছে একই রঙের শর্ট স্কার্ট। শর্ট স্কার্টের কোমরের বোতাম খোলা। ফলে উন্মুক্ত রয়েছে নোরার নাভিমূল। স্টেজ শোয়ের মধ্যমণি নোরা হলেও ব্যাকগ্রাউন্ডে রয়েছেন কয়েকজন ডান্সার। ভিডিওতে নোরাকে ডান্সের হুক স্টেপ করতে দেখা যাচ্ছে। তাঁর চুল এলোমেলো। নোরাকে দেখে বোঝা যাচ্ছে, তাঁর শারীরিক ওজন কিছুটা বেড়েছে। নোরা অবশ্য নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, এটি তাঁর 2024 সালের এনার্জি যা কেউ হ্যান্ডল করতে পারবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্যাপশনের সাথে নোরা জুড়েছেন আগুনের ইমোজি। নোরার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। অনেকে কটাক্ষ করেছেন তাঁর বাড়তি ওজন নিয়ে। তবে 2023 সাল নোরার পক্ষে ছিল যথেষ্ট স্বস্তিদায়ক। কারণ দীর্ঘদি ধরে কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)-এর আর্থিক প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন নোরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়ার। তবে গত বছর নোরার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে।

About Author