Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nora Fatehi: ক্যাট স্টাইলে পাথর সেটিং পোশাকে তাক লাগিয়ে চর্চায় নোরা ফাতেহি, রইল ঝলক

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন…

Avatar

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই।

বর্তমানের অভিনেত্রী হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমতো নজর কাড়ে সকলের। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক সাজের সূত্র ধরেই আবারো একাংশের রাতের ঘুম উড়িয়েছেন নোরা। রইল সেই ঝলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মেকাপ রুম থেকে সেট পর্যন্ত একাধিক ঝলকের দেখা মিলেছে। ঝলকের শুরুতেই মেকাপ রুমে আই মেকাপ নিতে দেখা গিয়েছে নোরাকে। এরপরের ঝলকেই অভিনেত্রীকে পাপারাজিৎদের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে সোজা সেটে ঢুকে যেতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীকে লম্বা বাঁধা চুলে, গ্লসি মেকাপেই ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছিল। তার মূল্যবান পোশাক ছিল ক্যাট শর্ট স্টাইলের। গোটা পোশাকে লাগানো ছিল ছোট-বড় একাধিক স্টোন। এদিন নিজের এই ঝলক শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ব্যাডি না হলে তার সাথে বসা যাবেনা। বলাই বাহুল্য, আবারো অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই আগুন লাগিয়ে দিয়েছেন ভক্তদের মনে। সেই ঝলক অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। আবারো নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে একাংশের মাঝে চর্চিত নোরা ফাতেহি।

About Author