সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মেকাপ রুম থেকে সেট পর্যন্ত একাধিক ঝলকের দেখা মিলেছে। ঝলকের শুরুতেই মেকাপ রুমে আই মেকাপ নিতে দেখা গিয়েছে নোরাকে। এরপরের ঝলকেই অভিনেত্রীকে পাপারাজিৎদের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে সোজা সেটে ঢুকে যেতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীকে লম্বা বাঁধা চুলে, গ্লসি মেকাপেই ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছিল। তার মূল্যবান পোশাক ছিল ক্যাট শর্ট স্টাইলের। গোটা পোশাকে লাগানো ছিল ছোট-বড় একাধিক স্টোন। এদিন নিজের এই ঝলক শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ব্যাডি না হলে তার সাথে বসা যাবেনা। বলাই বাহুল্য, আবারো অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই আগুন লাগিয়ে দিয়েছেন ভক্তদের মনে। সেই ঝলক অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। আবারো নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে একাংশের মাঝে চর্চিত নোরা ফাতেহি।View this post on Instagram
Nora Fatehi: ক্যাট স্টাইলে পাথর সেটিং পোশাকে তাক লাগিয়ে চর্চায় নোরা ফাতেহি, রইল ঝলক
নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন…

আরও পড়ুন