সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের একটি অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ঝলক দেখেই ঘুম উড়েছে নেটজনতার একাংশের পাশাপাশি অভিনেত্রী ভক্তদের অধিকাংশের। ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি হালকা সবুজ রঙের ব্যাকলেস, হাই থাই স্লিটেড, নুডলস্ স্ট্রাপড, লং পোশাকেই সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল। এদিন সূর্যাস্তের সময় দুবাইয়ের বিচেই এই বেশে দেখা দিয়েছিলেন তিনি। খোলা চুলে নিয়েছিলেন হালকা মেকাপও। এদিন অভিনেত্রীর এই বোল্ড লুকই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই ঝলকেই আপাতত ঘায়েল অধিকাংশ।
নদীর ধারে এমন পোশাকে অভিনেত্রী Nora Fatehi, দেখেই ঘুম উড়েছে ভক্তদের (Watch Video)
নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন…

আরও পড়ুন