কানাডিয়ান অভিনেত্রী নোরা ফতেহি বলিউডে এসে আসর বসিয়ে দিয়েছেন। নোরার প্রথম ছবি ‘রোয়ার, টাইগার অফ সুন্দরবনস’। এছাড়াও অনেক ছবিতেই তাঁকে আইটেম ডান্স করতে দেখা যায়। ‘বাহুবলী’তেও তাঁকে আইটেম সং করতে দেখা গিয়েছে নোরাকে। এমনকি স্ট্রিট ডান্সার ৩-তেও তাঁর পারফর্মেন্স চোখে পড়ার মতই।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি নোরা একের পর এক হট ফটোশ্যুটে নিজেকে ধরা দিয়েছেন ইন্সটাগ্রামের পেজে। কখনো লাল ড্রেসে কখনো সাদা পোশাকে উম্নুক্ত বক্ষযুগল নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে ছাড়ছেন। বিগ বস বিতর্কিত অনুষ্ঠানের সিজন ৯-এর হাত ধরেই নোরা এসেছিলেন বলিউডে ভাব জমাতে।
কার্ভি ফিগারে, প্লাস্টিক সার্জারির পর মোটা ঠোঁট, উচু নিতম্ব আর বক্ষযুগল নিয়ে নোরা এখন মারকাটারি ফিগার নিয়ে হটনেস ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
নোরার এমন রূপ দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে নোরা কি তবে প্লাস্টিক সার্জারি করিয়েছেন বক্ষের ও নিতম্বের?
যদিও এর উত্তর নোরা দিতে পারেন। তবে গুঞ্জন আসছে ট্যোয়ার্কিং এবং বেলি ডান্সিংয়ের জন্যই এমন প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন নোরা।
View this post on Instagram
ভক্তদের কাছে নতুন ও পুরনো নোরাকে নিয়ে চেনার সমস্যা হলেও, নোরা এখনও অপরূপা সুন্দরী।