বলিউডবিনোদন

Nora Fatehi: ‘দিলবার’ গানে ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এর মঞ্চে আগুন লাগলেন নোরা, প্রশংসায় পঞ্চমুখ সকলে

×
Advertisement

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরেই।

Advertisements
Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমত নজর কাড়ে সকলের। সম্প্রতি ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এর মঞ্চে অভিনেত্রীর নাচ আবারো মুগ্ধ করেছে একাংশকে।

Advertisements

Advertisements
Advertisement

উল্লেখ্য এই ঝলকটি ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এর গত সিজনের। ঝলকে সকলের অনুরোধেই প্রতিযোগী সমিয়ার সাথে একই মঞ্চে ‘দিলবার’এর তালেই দুর্দান্ত পারফর্ম করতে দেখা গিয়েছে। এদিন আকাশি রঙের সাইড স্লিটেড স্কার্ট ও ক্রপটপে ছিলেন তিনি। তার সাথে পাল্লা দিয়েই রীতিমতো নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছিল সমিয়াও। সেকথা অবশ্য সাম্প্রতিক ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে খুব স্বাভাবিকভাবেই নোরা ফাতেহির প্রতিটি মুভমেন্ট তাক লাগিয়ে দিয়েছিল সেখানে উপস্থিত সকল বিচারকদেরও। অবশ্য এই এপিসোডে নোরা ফাতেহিও বিচারক হিসেবেই উপস্থিত ছিলেন। টেরেন্স থেকে শুরু করে মালাইকা ও গীতা মা সকলেই অভিনেত্রীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। প্রশংসাতে ভরিয়ে দিয়েছিলেন সমিয়াকেও।

Related Articles

Back to top button