Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

8,900mAh ব্যাটারি সহ 4K রেজুলেশনের ডিসপ্লে, অবিশ্বাস্য 5G স্মার্টফোন লঞ্চ করল Nokia

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে আজকের সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দামদার ফোন নিয়ে এসেছি,…

Avatar

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে আজকের সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দামদার ফোন নিয়ে এসেছি, যেটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য দেখলে চোখ কপালে উঠবে আপনার। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বিশ্ব বাজার থেকে এক প্রকার বিলুপ্ত হয়ে যাওয়া নোকিয়া কোম্পানি ফের ঘুরে দাঁড়াতে একের পর এক সুপারহিট স্মার্টফোন লঞ্চ করছে। বিগত দুই বছরে জলের দরে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থাটি। তবে এবার বিশ্ববাজারে মিডিল রেঞ্জ বাজেটের মধ্যে নিজেদের সেরা স্মার্টফোন স্মার্ট ফোন লঞ্চ করেছে নোকিয়া।

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য নতুন এই স্মার্টফোনের সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য দিতে চলেছি। শুরুতেই আমরা আপনাদের বলি, সম্প্রতি বিশ্ববাজারে Nokia Alpha 2023 Specs নামে নিজেদের 5G স্মার্টফোন লঞ্চ করেছে। যার স্পেসিফিকেশন এবং দুর্দান্ত বৈশিষ্ট্য প্রকাশ্যে আসার পর থেকে গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন ফোনটি ক্রয় করার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি Nokia Alpha 2023 Specs স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে প্রথমেই আমরা আপনাদের বলি এই ফোনে 4K রেজুলেশন সহ 6.8 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা 144Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। কার্নিং গরিলা গ্লাস প্রোটেকশনসহ দুর্দান্ত এই স্মার্ট ফোনে Android 13 অপারেটিং সিস্টেম দেখতে পাবেন।

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে এর ব্যাক-প্যানেলে চারটি ক্যামেরা দেখতে পাবেন আপনি। যেখানে 108MP+32MP+16MP+5MP ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। এছাড়া, সেলফি তোলার জন্য সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেখতে পাবেন। আপনি চাইলে শক্তিশালী এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে ক্রয় করতে পারেন। 12GB/16GB RAM এবং 256GB/528GB স্টোরেজ অপশন বেছে নিতে পারবেন ফোনটি ক্রয় করার ক্ষেত্রে। যদি বাজার সেরা এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে এই ফোনটির প্রাথমিক ভ্যারিয়েন্ট ক্রয় করতে হলে আপনাকে 20 হাজার টাকা খরচ করতে হবে।

About Author