Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ফটো তুলবেন না’, মাঝ রাস্তায় চিৎকার করে বললেন সাইফ পুত্র তৈমুর

আলোর উৎসবে তৈমুর মায়ের হাত ধরে পাড়ি দিয়েছে হিমাচলে। ওখানেই 'ভুতে'র শ্যুটিং চলছে সাইফের। তাই বাবাকে সঙ্গ দিতে গিয়ে মায়ের হাত ধরে হাজির হয়েছে সেও। সেই হিমাচলে গিয়েই অদ্ভুত আচরণ…

Avatar

আলোর উৎসবে তৈমুর মায়ের হাত ধরে পাড়ি দিয়েছে হিমাচলে। ওখানেই ‘ভুতে’র শ্যুটিং চলছে সাইফের। তাই বাবাকে সঙ্গ দিতে গিয়ে মায়ের হাত ধরে হাজির হয়েছে সেও। সেই হিমাচলে গিয়েই অদ্ভুত আচরণ করল ছোট্ট তৈমুর। পাপরাজিতদের বকে দিয়ে চিৎকার করে তৈমুর বলে ‘নো ফটো’। মুম্বাই থাকতে উঠতে বসতে পাপরাজিতদের শিকার হতে হয় সেলিব্রিটিদের, এখানে তৈমুর ভেবেছিল হিমাচলে এসে বুঝি এরকম কিছুর সন্মুখিন হতে হবে না। কিন্তু পাপরাজিতদের অত্যাচারে আর শান্ত থাকতে পারে না তৈমুর। বেশ উচু গলায় চিৎকার করে ‘নো ফটো’ No photo বলে ওঠে সে। অবশ্য তাতে করে পাপরাজিত ও স্থানীয় বাসিন্দাদের উৎসুকতা একটু দমে নি। রাস্তার মাঝে বিনা মেক আপে সাইফ ঘরণীকে দেখতে সবাই ব্যস্ত, তার উপর অভিনেত্রী আবার অন্তঃসত্বা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করিনা এবং তৈমুর ধরমশালায় পৌঁছনোর পর, দীপাবলির উৎসব পরিবারের সঙ্গে একান্তে কাটাচ্ছেন সইফ আলি খান। এই ভিডিও তে করিনা, সাইফ ও তৈমুরের পাশাপাশি মালাইকা ও অর্জুন কাপুর কেও দেখা যায় একই সঙ্গে।

About Author