করিনা এবং তৈমুর ধরমশালায় পৌঁছনোর পর, দীপাবলির উৎসব পরিবারের সঙ্গে একান্তে কাটাচ্ছেন সইফ আলি খান। এই ভিডিও তে করিনা, সাইফ ও তৈমুরের পাশাপাশি মালাইকা ও অর্জুন কাপুর কেও দেখা যায় একই সঙ্গে।
‘ফটো তুলবেন না’, মাঝ রাস্তায় চিৎকার করে বললেন সাইফ পুত্র তৈমুর
আলোর উৎসবে তৈমুর মায়ের হাত ধরে পাড়ি দিয়েছে হিমাচলে। ওখানেই 'ভুতে'র শ্যুটিং চলছে সাইফের। তাই বাবাকে সঙ্গ দিতে গিয়ে মায়ের হাত ধরে হাজির হয়েছে সেও। সেই হিমাচলে গিয়েই অদ্ভুত আচরণ…

আরও পড়ুন