Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অমিতাভ বচ্চনের নাতনিকে পাত্রী হতে কেউ আটকাতে পারবে না, এই মানুষটির সঙ্গেই রাত কাটাচ্ছেন, দেখুন ছবি

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা…

Avatar

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতের অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’।

দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। তবে অতিসম্প্রতি অমিতাভ বচ্চন খবরের শিরোনামে এসেছেন নিজের নাতনি নভ্যা নাভেলি নন্দার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজকাল বলিউড গসিপের এক এবং একমাত্র স্থান হল কফি উইথ করণ রিয়েলিটি শো। সেই শোয়ের একটি এপিসোড থেকেই জনপ্রিয়তা শিখরে বিগ বি নাতনি। আসলে কফি উইথ করনের সর্বশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন ‘ফোন ভুত’ সিনেমার কাস্ট। অর্থাৎ এসেছিলেন ক্যাটরিনা কাইফ, ঈশান খাট্টার এবং সিদ্ধার্থ চতুর্বেদী। বরাবরের মতোই শোয়ের হোস্ট করণ জোহর সকলকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন শুরু করেন। ক্যাটরিনা কাইফ বিবাহিত এবং অন্যদিকে ঈশান খাট্টার স্বীকার করে নেন যে তিনি অনন্যা পান্ডের সাথে ডেট করছিলেন এবং ইতিমধ্যে তাদের ব্রেকআপ হয়েছে। তবে সিদ্ধার্থ বারবার বলে যায় সে তার কাজের সাথে ডেট করছে এবং সে অবিবাহিত। এরপর কথার ফাঁকে বেরিয়ে আসে অমিতাভ বচ্চনের নাতনির নাম।

অমিতাভ বচ্চনের নাতনিকে পাত্রী হতে কেউ আটকাতে পারবে না, এই মানুষটির সঙ্গেই রাত কাটাচ্ছেন, দেখুন ছবি

আসলে শো চলাকালীন অত্যন্ত চতুরতার সাথে ঈশান সিদ্ধান্তের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলে যে আপনাকে “আনন্দ” প্রশ্ন করা উচিত! সে “অন্য” কথাটিকে আনন্দ দিয়ে প্রতিস্থাপিত করে বড় একটি ইঙ্গিত দেয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিও। মোটামুটি অনেকেই জেনে গিয়েছেন যে সিদ্ধার্থ চতুর্বেদির সাথেই সম্পর্ক জড়িয়েছেন অমিতাভ বচ্চনের নাতনী। এই সন্দেহ কিছুদিন আগে বিশ্বাসে পরিণত হয়েছে। বলা হচ্ছে মধ্যরাতে দুজনকে একসঙ্গে দেখা গেছে এবং দুজনকেই গাড়ির ভেতরে একসঙ্গে পার্টিতে যেতে দেখা গেছে। যার কারণে এটা পরিষ্কার হয়ে গেছে যে, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে এবং হয়তো কিছুদিন পর দুজনেই সামনে এসে তাদের প্রেমের গল্প প্রকাশ করবেন।

About Author