Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর লাগবে না আধার কার্ড, ১ অক্টোবর থেকে সব কাজ করতে লাগবে এই কাগজ

বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। এতদিন পর্যন্ত প্রধান আইডি কার্ড হিসাবে ব্যবহার করা হত এই আধার…

Avatar

বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। এতদিন পর্যন্ত প্রধান আইডি কার্ড হিসাবে ব্যবহার করা হত এই আধার কার্ডকে। তবে সরকারি যেকোনো কাজ করতে গেলে একাধিক কাগজপত্রের দরকার হয়, যাতে হয়রানি হতে হয় দেশবাসীকে। তবে ১ লা অক্টোবর থেকে হবে এই মুশকিল আসান। এবার থেকে কেবলমাত্র একটি কাগজ দেখালেই সব কাজ হয়ে যাবে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি, ১ অক্টোবর, ২০২৩ থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী আইন। এবার থেকে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। আপনি এই নথিটি এবার থেকে স্কুল, কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ভোটার তালিকায় নাম যোগ করা, আধার নিবন্ধন, বিবাহ নিবন্ধন বা সরকারি চাকরির আবেদনের মতো অনেক কাজে ব্যবহার করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই আইন কার্যকর হওয়ার পরে, আধার থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত নথি তৈরিতে জন্ম শংসাপত্রের ভূমিকা বাড়তে চলেছে। আপনি শুধুমাত্র আপনার জন্ম শংসাপত্রের মাধ্যমে কোনও ঝামেলা ছাড়াই আধার থেকে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় নথি পেতে পারেন। এই বিলটি ১ আগস্ট লোকসভায় এবং ৭ আগস্ট ২০২৩-এ রাজ্যসভায় পাস হয়েছিল। এর পরে, এখন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং ঘোষণা করেছে যে ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

তবে আগের মতো পাতলা কাগজের বার্থ সার্টিফিকেট নয়, এর জন্য আসবে বিশেষ ধরনের ডিজিটাল বার্থ সার্টিফিকেট। শোনা যাচ্ছে এর জন্য সরকার এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো বিশেষ ধরনের চিপ দেওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট কার্ড নিয়ে আসতে পারে।

About Author