Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার টিভি দেখতে লাগবেনা কোনো টাকা, আসছে দারুন অফার!

আমরা সকলেই জানি জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও। TRAI এর রিপোর্ট অনুযায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয়…

Avatar

আমরা সকলেই জানি জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও। TRAI এর রিপোর্ট অনুযায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ইন্টারনেট স্পীড এর দিক দিয়ে দেশে এখন প্রথম এয়ারটেল। এবার জিওকে টেক্কা দিতে এবার নতুন অফার নিয়ে হাজির এয়ারটেল। জিওর সঙ্গে পাল্লা দিয়ে ফ্রী স্মার্ট সেপটপ বক্স দিচ্ছে এয়ারটেল। এই বক্সে টিভি দেখার পাশাপাশি ইন্টারনেটের সুবিধা থাকবে। এই পরিসেবায় পাবেন পছন্দসই এইচডি টিভি চ্যানেল। প্রাথমিকভাবে এই অফার দেওয়া হবে পোস্টপেড গ্রাহকদের। আগামী সেপ্টেম্বর থেকে চালু হবে এই পরিসেবা।

About Author