Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগুন লাগেনি উত্তরাখণ্ডের অরণ্যে, সম্পূর্ণ ভুয়ো তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে

দাউদাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের অরণ্য। পুড়ে খাক হয়ে যাচ্ছে গাছপালা। প্রকৃতির রোষে যেন শেষ হতে বসেছে পৃথিবী। বেশ কয়েক দিন ধরে এমনই ছবি ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়। অরণ্য ধ্বংসের এই…

Avatar

দাউদাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের অরণ্য। পুড়ে খাক হয়ে যাচ্ছে গাছপালা। প্রকৃতির রোষে যেন শেষ হতে বসেছে পৃথিবী। বেশ কয়েক দিন ধরে এমনই ছবি ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়। অরণ্য ধ্বংসের এই ভয়াবহ ছবি সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী। একেই করোনা আবহে লকডাউন চলছে দেশ জুড়ে। যার বিশাল ক্ষতির মুখে দেশের অর্থ ব্যবস্থা।

এর সঙ্গে যোগ হয়েছে কয়েক দিন আগে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের তান্ডব। পাশাপাশি পঙ্গপালের হানায় শেষ হতে বসেছে ভারতের অর্থনীতির মূল স্তম্ভ কৃষি। সেই সময় উত্তরাখণ্ডের অরণ্য ধ্বংসের ছবি প্রকাশ্যে আসায় ঘোর বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটছিল দেশের সাধারণ মানুষের। তবে সেই ছবি আদতে উত্তরাখণ্ডের বর্তমান অবস্থার সঙ্গে কোন ভাবেই যুক্ত নয় বলে জানা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া উত্তরাখণ্ডের অরণ্যাঞ্চলের দাবানলের ছবি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন উত্তরাখন্ড বন বিভাগের সংরক্ষক ড. পরাগ মধুকর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানিয়ে দিলেন এই ছবি সঠিক নয়। পুরানো অথবা কোন কারুকার্য করা ছবি প্রকাশ্যে এনে উত্তরাখণ্ডের বনাঞ্চল সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের কোন বৃহৎ অরণ্যে অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটেনি। বহু পুরানো ও ভুল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে জানান, বর্তমানে রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে। তাই অগ্নিকান্ডের কোন সম্ভাবনায় নেই।

About Author