আজকালকার দিনে যতই যোগ্যতা থাকুক না কেন চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তাই কম বয়সী যুবক-যুবতীরা আজকাল বিভিন্ন ব্যবসা বা স্টার্টআপ করার চিন্তা ভাবনা করছেন। তবে যেকোনো ব্যবসা শুরু করার আগে ভাবা উচিত যে কি ধরনের ব্যবসা করলে কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা যায়। সেই চিন্তাভাবনা করে নেওয়ার পর পরবর্তী সমস্যা হয় প্রাথমিক বিনিয়োগ নিয়ে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে কেন্দ্র সরকার। আপনি যদি ব্যবসা করতে চান, বিশেষ করে পশুপালন সম্পর্কিত যেকোনো ব্যবসা, তবে আপনি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্পের সুবিধা নিতে পারেন। বিস্তারিত জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
কেন্দ্রীয় সরকার পশুপালন ব্যবসায়ীদের জন্য সুখবর ঘোষণা করেছে। জাতীয় প্রাণিসম্পদ মিশন (NLM) প্রকল্পে সংশোধনী আনার মাধ্যমে ঘোড়া, গাধা, খচ্চর এবং উট সম্পর্কিত ব্যবসা স্থাপনের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন কেন্দ্রীয় সরকার ঘোড়া, গাধা এবং উটের জন্য বীর্য কেন্দ্র এবং প্রজনন সংস্থা স্থাপনের জন্য ১০ কোটি টাকা প্রদান করবে। এই প্রকল্পটি দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযে কোন ব্যক্তি যিনি পশুপালন ব্যবসা শুরু করতে চান, এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পশুপালন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী কৃষকদের দল FPO-এর মাধ্যমে আবেদন করতে পারে। অন্যদিকে পশুপালন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী মহিলাদের দল SHG-এর মাধ্যমে আবেদন করতে পারে। আর পশুপালন ক্ষেত্রে উন্নয়ন করতে আগ্রহী অলাভজনক কোম্পানিগুলি ধারা 8 কোম্পানিগুলির মাধ্যমে আবেদন করতে পারে। এছাড়া প্রাণিসম্পদ বীমা প্রোগ্রামটি সরল করা হয়েছে। এতে প্রিমিয়াম কমানো হয়েছে এবং বীমা করা পশুর সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে।