নিউজদেশ

সংকটাপন্ন লালু, পুরনো বন্ধুকে হাসপাতালে দেখে আসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

পাটনা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে

×
Advertisement

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব। রবিবার পার্টনার সার্কুলার রোডের বাড়িতে পড়ে গিয়ে তার ডান কাঁধের হাড় ভেঙেছে বলে খবর। তার সঙ্গেই রয়েছে একাধিক জটিলতা। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় তিনি ভুগছেন। তার উপরে এই হাড় ভাঙ্গার কারণে জটিলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে লালু প্রসাদ যাদবের।

Advertisements
Advertisement

এই কারণেই সোমবার তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরজেডি সূত্রে খবর। তাকে ইতিমধ্যেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। নিউমোনিয়া এবং কিডনির সমস্যাতে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপাতত তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে এবং উন্নতমানের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। যদিও মঙ্গলবার রাতে আরজেডির তরফ থেকে জানানো হয়েছিল, প্রবীণ নেতার বেশ কিছু জটিলতা থাকলেও এখনো শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisements

তবে তেজস্বী যাদব নিজেই জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য লালুকে সিঙ্গাপুর নিয়ে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু এই অবস্থায় সেটা করা হচ্ছে না। দিল্লির চিকিৎসকরা যা পরামর্শ দেবেন সেটাই মেনে চলা হবে। বুধবার লালুকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাবার আগেই তার সঙ্গে দেখা করে এসেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বেশ কিছুক্ষণ রাজধানী পাটনার ওই বেসরকারি হাসপাতালে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের সঙ্গে কথা বলেছেন। লালুকে দেখে আসার পর বিহারের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে নিজের মত ব্যক্ত করেছেন।

Advertisements
Advertisement

নীতিশ কুমার বলেছেন, “হাসপাতালে ভর্তি হবার সময় যা পরিস্থিতি ছিল তার থেকে এই মুহূর্তে ভালবাসেন লালু প্রসাদ যাদব। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রসঙ্গত উল্লেখ্য, লালু প্রসাদ যাদব এবং নিতিশ কুমারের রাজনৈতিক জীবন প্রায় একই রকম এবং সমান্তরাল ভাবে চলছে। তরুণ বয়স থেকেই রাজনীতিতে দুই বিপরীত মেরুতে অবস্থান করেছেন বিহারের এই দুই নেতা। কিন্তু তাতে ব্যক্তিগত সম্পর্ক কোনদিন খারাপ হয়নি। নিয়ম অনুযায়ী লালুর চিকিৎসার খরচ সম্পূর্ণরূপে বিহার সরকার বহন করছে।

Related Articles

Back to top button