Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী পাঁচ বছরে ভারত থেকে নিষিদ্ধ হবে পেট্রোল, বড় ঘোষণা নীতিন গড়করীর

পেট্রোল ডিজেলের দৈনন্দিন মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ গোটা দেশবাসী। অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর কাজে নাভিশ্বাস উঠছে সরকারের। সম্প্রতি শুল্ক কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমলেও তাতে খুব একটা স্বস্তির আশা দেখা…

Avatar

পেট্রোল ডিজেলের দৈনন্দিন মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ গোটা দেশবাসী। অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর কাজে নাভিশ্বাস উঠছে সরকারের। সম্প্রতি শুল্ক কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমলেও তাতে খুব একটা স্বস্তির আশা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এক অনুষ্ঠানে যোগদান করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করী। তিনি জানিয়েছেন যে আর ৫ বছর বাদে ভারতের গাড়িতে লাগবেই না পেট্রোল। দেশ থেকে পেট্রোলের ব্যবহার পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে গাড়ি চলবে কিসে? সেই উত্তরও স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করী জানিয়েছেন, “আগামী কয়েক বছরের মধ্যে দেশে সবুজ জ্বালানি ব্যবহার শুরু হবে। সেই সময় পেট্রোলের আর কোনো প্রয়োজন হবে না। গ্রীন ফুয়েলের যুগ এসছে। গাড়ি ও স্কুটারে লাগবে গ্রিন হাইড্রোজেন, ইথানল ফ্লেক্স ফুয়েল, সিএনজি ও এলএনজি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। ড. পঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যালয় থেকে তাঁকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। এই সম্মান গ্রহণের সময় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে পাঁচ বছর বাদে দেশে পেট্রোল নিষিদ্ধ করা হবে। ওই সময় গ্রিন হাইড্রোজেন, ইথানল ব্যবহার বেড়ে যাবে। গ্রীন হাইড্রোজেন ৭০ টাকা কেজিতে বিক্রি করা হবে এবং পাতকুয়ার জল থেকে এই জ্বালানি তৈরি করা যাবে।

এছাড়াও জানা গিয়েছে যে ছত্রিষগড় সরকার ই ভেহিকল নীতিতে বদল করবে। এছাড়া কৃষি বিদ্যালয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে আগামী ৫ বছরে কৃষিকাজ ১২-২০% বৃদ্ধি হবে। মহারাষ্ট্রের কৃষকরা যথেষ্ট মেধাবী। তাই সরকার তাদের সবসময় সাহায্য করবে।

About Author