Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহরুখ খানের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে নীতা আম্বানির, আম্বানির মেয়েও শাহরুখকে বাবা বলে, জানুন কারণ

ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েকদশক ধরে ধনীতম মর্যাদা…

Avatar

ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েকদশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। পাশাপাশি মুকেশ আম্বানি জায়া নীতা আম্বানির পরিচিতিও রয়েছে দেশজুড়ে। ‘রিলায়েন্স ফাউন্ডেশন’, ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের’ প্রতিষ্ঠাতা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক তিনি। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮২.৯ বিলিয়ন।

২০ বছর বয়সে ১৯৮৫ সালে মুকেশ আম্বানির সাথে বিয়ে হয়েছিল নীতার। তারপর থেকেই বদলে গিয়েছে নীতা আম্বানির জীবনযাত্রা। আম্বানি পরিবারের কথা উঠলেই সবার কল্পনাতেই আসে বিলাসবহুল বাড়ি গাড়ি ও লাক্সারি জীবনযাপন। নীতা আম্বানির বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়া। মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করেন নীতা আম্বানিও। তিনি আম্বানি সাম্রাজ্যে রাণীর মত থাকেন। বলা যেতে পারে ভারত ভূখন্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইন্টারনেট দুনিয়াতে আলোচনা চলে যে এই নীতা আম্বানি এক কাপ চা খেলে তার দাম হয় প্রায় ৩০ লাখ টাকা। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক। পাশাপাশি বিলাসবহুল গাড়ির অভাব নেই বললেই চলে। তবে সম্প্রতি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়। জানা যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের সাথে নীতা আম্বানির খুব বিশেষ এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি ভিন্ন সম্পর্ক উভয় তারকাই গত অনেক বছর ধরে একে অপরের সাথে বজায় রেখেছেন।

শাহরুখ খানের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে নীতা আম্বানির, আম্বানির মেয়েও শাহরুখকে বাবা বলে, জানুন কারণ

এমনকি জানা যাচ্ছে নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানি এক অনুষ্ঠানে শাহরুখ খানকে বাবা বলেও সম্বোধন করেছিলেন। আসলে রিলায়েন্সের একটি অনুষ্ঠানে ইশা আম্বানি বলেছিলেন যে শাহরুখ খান আমাদের বাবার মতো। ইশা আম্বানি এমনটি বলেছেন কারণ শাহরুখ খান গত কয়েক বছর ধরে তার পরিবারের সাথে যুক্ত এবং একভাবে তার পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছেন। যদি আমরা নীতা আম্বানির সাথে সম্পর্কের কথা বলি, তাহলে শাহরুখ খান এবং নীতা আম্বানি দুজনেই খুব ভালো বন্ধু এবং দুজনেই বহু বছর ধরে একসঙ্গে আছেন।

About Author