দেশনিউজ

বাংলার পরিযায়ীরা কেন্দ্রের কোনো সুবিধা পাচ্ছে না, মমতাকে দুষলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন যে বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাঠানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এই কথাতে তিনি খুব দুঃখ পেয়েছেন।

Advertisement
Advertisement

বিজেপির ভার্চুয়াল সভাতে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই সভাতে তিনি পরিযায়ী শ্রমিদের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন যে বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাঠানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এই কথাতে তিনি খুব দুঃখ পেয়েছেন।

Advertisement
Advertisement

তিনি বলেন যে পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য রাজ্যের বাইরে গেছেন। এবার করোনার জন্য নিজেদের গ্রামে ফিরতে চাইছেন তারা। আর বাংলার মুখ্যমন্ত্রী এই পরিযায়ী শ্রমিকদের জন্য ফেরানো ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ২৭ জুন পর্যন্ত ২৮২ টি ট্রেন বাংলার জন্য পাঠানো হয়েছিল। এত সংখ্যক পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরেছেন, কিন্তু এদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখেনি বাংলা।

Advertisement

বাংলার পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুবিধা রাখা হয়নি। কেন্দ্রের কাছে ৬ রাজ্যের তথ্য এসেছে। ১১৬ জেলাতে পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেসব কিছুই ব্যবস্থা করেনি। এই সরকারের কোনো কিছুই পরোয়া নেই। কেন্দ্রের এই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন স্কিমের সুবিধা পাচ্ছে না বাংলার শ্রমিকরা। অন্য রাজ্য এই ৫০ হাজার কোটি টাকার সুবিধা পেলেও বাংলা তা গ্রহণ করছে না।

Advertisement
Advertisement

 

Advertisement

Related Articles

Back to top button