Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রী নির্মল মাজি

কলকাতা : ২০২০ যেন স্বয়ং খারাপ খবরের দূত হয়ে এসেছে পৃথিবীতে। মাত্র দুদিন হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন। তার মাঝেই ফের খারাপ খবর, এবার গুরুতর অসুস্থ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী…

Avatar

কলকাতা : ২০২০ যেন স্বয়ং খারাপ খবরের দূত হয়ে এসেছে পৃথিবীতে। মাত্র দুদিন হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন। তার মাঝেই ফের খারাপ খবর, এবার গুরুতর অসুস্থ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। আজ  দুপুরে এসএসকেএম-এর কার্ডিয়োলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। শোনা গিয়েছে আগামিকাল তাঁকে অস্ত্রোপচারও করা হতে পারে। অস্ত্রোপচারের জন্য তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে নির্মল মাজির। সিটি স্ক্যান করার পরই ধরা পড়ে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ।

সকাল থেকেই কাজের ব্যস্ততার মধ্যে ছিলেন মন্ত্রী নির্মল মাজি। কিন্তু তার মাঝেই হঠাত অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেএম-এ ভর্তি করা হয়।  তবে এখন অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে নির্মল মাজির। পরিবার সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু কি থেকে কি হয়ে গেলো তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। তবে এখন চিন্তার তেমন কোন কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author