গানটির নাম – Phagua Mein Fatata Jawani । এই গানের কথা লিখেছেন প্যারেলাল যাদব এবং সঙ্গীত দিয়েছেন মধুকর আনন্দ। গানটি হোলি মে জিএসটি জোড় কে অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। এই গানটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই গানটি এখন পর্যন্ত ৪৬ লাখ বার দেখা হয়েছে এবং প্রায় ৮২ হাজার মানুষ এই গানটি লাইক করেছেন। আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব নিরহুয়ার রসায়ন এবং রোমান্টিক মেজাজে ভরপুর এই গানটি রইলো আপনাদের জন্য। তবে, এই ধরনের ভোজপুরি মিউজিক ভিডিও ভুলেও ছোটদের সামনে দেখবেন না।
আম্রপালিকে বাথরুমে একা পেয়ে পাগল নিরহুয়া, শাড়ি খুলে জমিয়ে চুমু খেতে শুরু করলেন (VIDEO)
ভোজপুরি সিনে ইন্ডাস্ট্রিতে আম্রপালি ও দীনেশ লাল যাদব নিরহুয়া'র জুটি সবথেকে হিট। এই দুজন পর্দায় এলেই দর্শকরা তাদের উত্তেজনা ভাগ করে নেয় বাকিদের সঙ্গে। এই দর্শকদের টানেই বারবার জুটি বেঁধে…

আরও পড়ুন