Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবুজ টাওয়াল জড়িয়ে কাজল রাঘওয়ানির সাথে এমন কাজ করলো নিরহুয়া, ভক্তরা গলে যাবেন (VIDEO)

ভোজপুরি ইন্ডাস্ট্রি মানেই ভরপুর যৌনতার হাতছানি। এই ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও মানেই তাতে থাকবে মশলাদার রোম্যান্স। নায়ক নায়িকার গদগদ রোম্যান্স দর্শকরা এতটাই উপভোগ করে যে এই ভিডিওগুলো মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রি মানেই ভরপুর যৌনতার হাতছানি। এই ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও মানেই তাতে থাকবে মশলাদার রোম্যান্স। নায়ক নায়িকার গদগদ রোম্যান্স দর্শকরা এতটাই উপভোগ করে যে এই ভিডিওগুলো মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেহেতু, এখন প্রায় সকলের ঘরে একটা অন্তত স্মার্ট ফোন ও ইন্টারনেট রয়েছে,তাই এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে না। আজ কথা বলবো ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব নিরহুয়া (Dinesh Lal Yadav Nirahua) ও কাজল রাঘওয়ানিকে (Kajal Raghwani) নিয়ে।

‘মাই রে ম্যায় রে বাথাটা কামারিয়া ‘ গানটি এই মুহূর্তে ব্যাপক ভাইরাল, যেখানে কাজল ও দীনেশ লাল যাদবকে রোম্যান্স করতে দেখা গিয়েছে। ভিডিওতে কাজল খুবই হট ও সেক্সি লুকে ধরা দিয়েছেন। একটা টাওয়েল জড়িয়ে প্রেমিক নিরহুয়াকে প্রেমের বশে আনতে চাইছেন। নিরহুয়া প্রথমদিকে রোম্যান্স করতে ইন্টারেস্ট না দেখালেও পরে কাজলের প্রেমে হাবুডুবু খান। ভোজপুরি দর্শকরা ভিডিওটি খুব পছন্দ করেছেন। আপনি যখন ভিডিওটি দেখবেন, খেয়াল করবেন কাজল রাঘবনি এবং দিনেশ লাল যাদব দুজনেই খুব সাহসী সেক্সি পোজে নিজেকে মেলে ধরেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন পর্যন্ত ‘ম্যায় রে ম্যায় রে বাথাটা কামারিয়া’ গানটি ইউটিউবে 23,005,100 মিলিয়ন ভিউ পেয়েছে। এই গানটি 11 এপ্রিল, 2015 ইউটিউবে আপলোড করা হয়েছে। চাইলেও আপনিও উপভোগ করতে পারেন এই রোম্যান্টিক ভিডিওটি।

যত দিন এগোচ্ছে ভোজপুরি মিউজিক ও মিউজিক ভিডিওর কদর বাড়ছে। অনেকেই আজকাল বিভিন্ন পাবলিক শোতে ভোজপুরি মিউজিক প্লে করেন এবং এর মিউজিকের বিট উপভোগ করেন। চলুন দেখে নিই কাজল ও দীনেশের রোম্যান্টিক ভিডিও।

About Author