২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় জড়িত একজন অপরাধী বিনয় কুমার শর্মা এবার ফাঁসির রায় সংশোধনের আরজি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল। দিল্লীর একটি উচ্চ আদালত থেকে ২২শে জানুয়ারী সকাল ৭ টায় চার ধর্ষকের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে।সেই নির্দেশ পাওয়ার পরই আরও একবার শেষ চেষ্টা করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হল বিনয়। ফাঁসির সাজা ঘোষণার পর আইনি সাহায্য চাওয়ার জন্য তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছিল।
এর আগেও বাকি তিন আসামী তাদের সাজা সংশোধনের আবেদন জানিয়েছিল তবে সুপ্রিম কোর্ট এই ভয়াবহ ধর্ষণ মামলার চার আসামীরই আগের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে। এই আবেদনেও যে কোনো লাভ হবেনা এমনটাই মনে করা হচ্ছে। ফলে ২২ শে জানুয়ারী প্রত্যেক অপরাধীকে ঝুলতে হবে ফাঁসির কাঠে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : রেলের নতুন ভাবনা, সারা ভারতে দেড়শ বেসরকারি ট্রেন চলবে
প্রসঙ্গত আদালতের রায় ঘোষণা করার পর খুশি হয়েছে গোটা দেশ। নির্যাতিতার মা জানিয়েছেন অবশেষে তার মেয়ে ন্যায় বিচার পাবে।