Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীর প্রায় ৩৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অার্থিক জালিয়াতির কারনে অপরাধী ও পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতির মাধ্যমে তদন্তকারী…

Avatar

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অার্থিক জালিয়াতির কারনে অপরাধী ও পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতির মাধ্যমে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, মুম্বাইয়ের ওরলির সমুদ্র মহলের কাছে চারটি ফ্ল্যাট, জয়সলমীরে একটি উইন্ড মিল, আলিবাগে সমুদ্রের পাড়ে খামার বাড়ি, জমি, সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ফ্ল্যাট, লন্ডনের একটি ফ্ল্যাট, ব্যাঙ্ক ডিপোজিট, শেয়ার সব মিলিয়ে প্রচুর পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরুপের কারনে নীরব মোদি সহ তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত করছে ইডি। জানা গিয়েছে, মেহুল চোকসি নীরব মোদির কাকা। গত ৮ই জুন মুম্বাইয়ের আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করে। এরপরই মাঠে নামে বিশেষ দল। সিবিআই ও ইডির যৌথ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, নীরব মোদি টাকা তছরুপের একটি মোটা টাকার অংশ নিজের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন। ২০১৯ সালের ৫ই ডিসেম্বর মুম্বাইয়ের ওই বিশেষ আদালত নীরব মোদিকে পলাতক টাকা তছরুপের অপরাধে অপরাধী বলে ঘোষণা করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরের মার্চ মাসে লন্ডনে গ্রেফতার হন নীরব মোদি। এখন তিনি ব্রিটেনের একটি জেলে বন্দীদশা কাটাচ্ছেন। তবে নীরব মোদিকে ভারতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের কাজে বাধা দিচ্ছেন এক কংগ্রেস সদস্য এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

About Author