Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিছানায় মোনালিসা এবং আম্রপালির সাথে রোম্যান্স করলেন নিরহুয়া, ভিডিও ভাইরাল হয়েছে

আম্রপালি দুবে (Amrapali Dubey) ও দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি। তাঁদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ দর্শকদের একাংশ একসময় মনে করতেন,…

Avatar

আম্রপালি দুবে (Amrapali Dubey) ও দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি। তাঁদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ দর্শকদের একাংশ একসময় মনে করতেন, আম্রপালি ও নিরাহুয়ার মধ্যে রয়েছে অফস্ক্রিন প্রেমের সম্পর্ক। এমনকি একসময় নিরাহুয়ার সাথে আম্রপালির বিয়ের গুঞ্জন রটেছিল। তবে পরবর্তী কালে নিরাহুয়া নিজেই জানান, তাঁরা শুধুমাত্র সতীর্থ। নিরাহুয়ার সাথে অনেক আগেই বিয়ে হয়েছে মনসা দেবী (Mansa Devi)-র।

অপরদিকে মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও নিরাহুয়ার সাথে তাঁর অনস্ক্রিন রসায়ন ছিল জমাটি। আম্রপালি, নিরাহুয়া ও মোনালিসা ট্রায়োর অন্যতম হিট ফিল্ম হল ‘রাজা বাবু’। এই ফিল্মের ভিত্তি হল ত্রিকোণ প্রেমের সম্পর্ক। ফিল্মের গান ‘মাথা ফেইল হো গেইল’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এই গানটি গেয়েছেন কল্পনা (Kalpana), অলোক কুমার (Alok Kumar) ও খুশবু জৈন (Khushboo Jain)। গানের শুরুতে দেখা যায়, খোলামেলা ভাবে শাড়ি পরেছেন আম্রপালি। নিরাহুয়াকে ঘরের বাইরে বেরোতে দেবেন না তিনি। এই কারণে কোমরে দড়ি বেঁধে নিরাহুয়াকে আটকে রেখেছেন আম্রপালি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি একসময় কাছে টেনে নেন নিরাহুয়াকে। গানের সুরে নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন আম্রপালি। কিন্তু নিরাহুয়ার তাড়া রয়েছে। তাঁকে পৌঁছাতে হবে মোনালিসার কাছে। তাঁর বন্ধুর বাইকে চেপে কখনও আম্রপালি, কখনও মোনালিসার কাছে যাতায়াত করেন নিরাহুয়া। মোনালিসাও রাতপোশাক পরে তাঁর জন্য অপেক্ষা করেন। তিনিও নিরাহুয়ার সাথে ঘনিষ্ঠ হতে চান। কিন্তু আবারও আম্রপালির কাছে ফিরতে হয় নিরাহুয়াকে। আম্রপালিকে ভালোবাসেন নিরাহুয়া। কিন্তু আবারও দরজা খুলে মোনালিসার কাছে পালিয়ে যান তিনি। তবে এবার মোনালিসার কাছ থেকে আর ফিরতে পারেন না নিরাহুয়া। নায়িকার সাথে অন্তরঙ্গ হন নায়ক।

About Author