Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Holi Song: পিছন থেকে আম্রপালি দুবেকে জাপটে জড়িয়ে ধরলেন নীরাহুয়া, দৃশ্য দেখে মাঠে হৈচৈ

ভোজপুরি দুনিয়ায় আম্রপালি দুবে ও নীরাহুয়া হলেন এমন কয়েকজন শিল্পী যারা ভারতে ইতিমধ্যেই নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। ভারতের বিনোদনের দুনিয়ায় এদের জুটি হলো সবথেকে সেরা। এই জুটি…

Avatar

ভোজপুরি দুনিয়ায় আম্রপালি দুবে ও নীরাহুয়া হলেন এমন কয়েকজন শিল্পী যারা ভারতে ইতিমধ্যেই নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। ভারতের বিনোদনের দুনিয়ায় এদের জুটি হলো সবথেকে সেরা। এই জুটি ভারতের ভোজপুরি ইন্ডাস্ট্রিকে এমন এমন কিছু ছবি উপহার দিয়েছে, যেগুলি নিঃসন্দেহে ভারতের সবথেকে জনপ্রিয়তা প্রাপ্ত ছবির তালিকার শীর্ষে রয়েছে। আর এই জুটি এবারে আরো একটা সিনেমা নিয়ে হয়েছে হাজির।

২০২৪ সালের হোলি (২৫ শে মার্চ) একেবারেই কাছে এসে পড়েছে। ইতিমধ্যেই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় হোলির গানের ঝড় উঠেছে। ভোজপুরি সুপারস্টার দিনেশ লাল যাদব নিরহুয়া তার নতুন হোলির গান “ভাইয়া কে সালি ঘরওয়ালি হামার বানজা” দিয়ে আবারো ঝড় তুলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গানে অভিনেত্রী আম্রপালীর সাথে নিরহুয়াকে রঙের উত্সবে মেতে থাকতে দেখা যাচ্ছে। গানের ভিডিওতে মাঠে রঙ লাগানোর পাশাপাশি দুজনকে রোমান্স করতেও দেখা যাচ্ছে। নিরহুয়া পেছন থেকে আম্রপালীকে জড়িয়ে ধরে আদর করছেন, যা ভক্তদের মনে ঝড় তুলেছে।

গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং দিনেশ লাল যাদব নিরহুয়া, এবং গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব। সঙ্গীত পরিচালনা করেছেন মধুকর আনন্দ। “ভাইয়া কে সালি ঘরওয়ালি হামার বানজা” গানটি ইউটিউবে দ্রুত ভাইরাল হচ্ছে। নিরহুয়া ও আম্রপালীর রসায়ন এবং গানের আকর্ষণীয় সুর ভক্তদের মন কেড়ে নিচ্ছে। এই গানটি হোলির উৎসবকে আরো আনন্দময় করে তুলবে বলে আশা করা যায়।

About Author