Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: আম্রপালী কোলে বসে নিরহুয়ার সাথে রোমান্স করেছিল, ভিডিওটি তোলপাড় সৃষ্টি করেছে

দীনেশ লাল যাদব নিরাহুয়া সেই অভিনেতাদের মধ্যে একজন যিনি অভিনয় এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। গায়ক হিসেবে কেরিয়ার শুরু করা নির্হুয়া এ পর্যন্ত তার চলচ্চিত্র যাত্রায় অনেক সুপারহিট…

দীনেশ লাল যাদব নিরাহুয়া সেই অভিনেতাদের মধ্যে একজন যিনি অভিনয় এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। গায়ক হিসেবে কেরিয়ার শুরু করা নির্হুয়া এ পর্যন্ত তার চলচ্চিত্র যাত্রায় অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। নির্হুয়া ও আম্রপালি দুবের জুটি পর্দায় বেশ পছন্দের। এমন পরিস্থিতিতে ফের একবার ঝড় তুলতে চলেছেন নির্হুয়া ও আম্রপালির জুটি।

এসআরকে মিউজিক প্রাইভেট লিমিটেড লিমিটেড শিগগিরই দুজনকেই দেখা যাবে মণ্ডপের ব্যানারে নির্মিত ‘মণ্ডপ’ ছবিতে। নিরাহুয়া ও আম্রপালি দুবের আসন্ন ছবি ‘মণ্ডপ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এই পোস্টে দেখা যাচ্ছে, ‘মণ্ডপ’-এর নিচে বসে আছেন দুই তারকা। প্রযোজক রোশন সিংয়ের ‘মণ্ডপ’ ছবির একটি সামাজিক ও পারিবারিক গল্প রয়েছে। ছবির ফার্স্ট লুকও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ সিং। ছবির ফার্স্ট লুক থেকেই ভক্তদের মধ্যে তুমুল ক্রেজ।

ভোজপুরি ছবির প্যাভিলিয়ন প্রসঙ্গে দীনেশ লাল যাদব বলেন, এটি তাঁর অন্যতম প্রিয় ও বিশেষ ছবি। এটি একটি বড় ক্যানভাস ফিল্ম। এই ছবির গল্প আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আশা করছি, ছবিটি দর্শকদেরও ভালো লাগবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শর্মিলা আর সিং। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিরাহুয়া ও আম্রপালি, যাঁদের ফার্স্ট লুকে বিয়ের দম্পতিকে দেখা যায়। ছবির সুন্দর গানটি রচনা করেছেন ওম ঝা। গীতিকার প্যায়ারেলাল যাদব, অরবিন্দ তিওয়ারি, উমা লাল যাদব। লেখক মনোজ পাণ্ডে।