Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাজল রাঘওয়ানিকে দেখে পাগল নিরহুয়া, রোম্যান্সের জন্য উতলা অভিনেতা, দেখুন হানিমুন রোম্যান্স (VIDEO)

ভোজপুরি ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন কাজল রাঘওয়ানি ও নিরহুয়া। দুজনে মিলে একাধিক সিনেমা করেছেন, ফলে, দর্শকদের চাহিদার প্রথম দিকেই রয়েছে এই জুটি। এই জুটি যেমন সিনেমার পর্দাতে হিট,…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন কাজল রাঘওয়ানি ও নিরহুয়া। দুজনে মিলে একাধিক সিনেমা করেছেন, ফলে, দর্শকদের চাহিদার প্রথম দিকেই রয়েছে এই জুটি। এই জুটি যেমন সিনেমার পর্দাতে হিট, তেমনই সোশ্যাল মিডিয়াতেও। দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে এদের মিউজিক ভিডিও উপভোগ করেন এবং ভাইরাল করেন।

সম্প্রতি, কাজল ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপক ভাবে, যেখানে নিরহুয়া তার নতুন বউকে পেয়ে পাগল। মাথার ঘোমটা নামিয়ে বউকে দেখার পর থেকেই উত্তেজিত হয়ে যান। পা থেকে মাথা পর্যন্ত চুমুতে ভরিয়ে দেয়, পাশাপাশি কাজলের শাড়ির আঁচল সরিয়ে চরম রোম্যান্টিক হয়ে যায় নিরহুয়া। এই ভিডিও দেখার জন্য কিছু দর্শক মুখিয়ে আছে, ফলে এক নিমিষে ভিডিওটি (Nirahua-Kajal Raghwani Romance Video) ভাইরাল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভোজপুরি গানটি বেশ পুরনো, কিন্তু ইউটিউবে দারুণভাবে ট্রেন্ড করছে। কাজল এবং নিরহুয়ার ভাইরাল হওয়া এই ভোজপুরি গানটি ‘আশিক আওয়ারা’ ছবির। এই ছবির সবকটি গান সুপারহিট হলেও এর একটি গান ‘নাথুনিয়া তার লেভে দা'(Nathuniya Taar leve da) দর্শকরা বেশ পছন্দ করছেন।

আপনি যদি World wide Record Bhojpuri চ্যানেলটি দেখে থাকেন তবে Nathuniya Taar leve da গানটি পেয়ে যাবেন। এখনও পর্যন্ত এই গানটি 3.5 মিলিয়ন বার দেখা হয়েছে। তাহলে, আপনি দেরি কেন করছেন, উপভোগ করুন দমদার জুটির মশলাদার ভিডিও।

About Author