ধানক্ষেতের মাঝে শ্রুতির সাথে প্রেমে মগ্ন নিরাহুয়া, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ভিডিও

ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেটনাগরিকরা

Advertisement

Advertisement

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।

Advertisement

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি শ্রুতি এবং দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার একটি মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

Advertisement

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওতে শ্রুতি ও নিরাহুয়াকে রোম্যান্স করতে দেখা গেছে। তাঁরা গানের শুরুতে ধানক্ষেতের মাঝে একে অপরের প্রেমে মগ্ন হয়ে গেছেন। নায়িকার পরনে রয়েছে কালো রংয়ের একটি শর্ট ওয়ানপিস। পোশাকের ফাঁকে দৃশ্যমান তার চকচকে ফর্সা উরু। অন্যদিকে আকাশি রংয়ের টিশার্ট পরেছেন নিরাহুয়া। প্রকৃতির বুকে একে অপরকে জড়িয়ে ধরে ‘মাচিস বদনাম’ গানে নাচ করেছেন তাঁরা। ইউটিউবে ‘এসআরকে মিউজিক’ নামের একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন ও লাইক করেছেন।

Advertisement

Recent Posts