বিনোদনবলিউড

VIRAL: প্রকৃতির মাঝে আম্রপালির সৌন্দর্যে বিভোর হলেন নিরাহুয়া, জুটির কেমিস্ট্রি দেখে ঘুম উড়ল নেটিজেনদের

গানের তালে আম্রপালি দুবের কিলার এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে সকলের

Advertisement
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

Advertisement
Advertisement

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি এই জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়েছে। গানেতে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী আম্রপালি দুবের একাধিক অন্তরঙ্গ দৃশ্য দেখা গিয়েছে। সেই সমস্ত সাহসী দৃশ্য বলিউড ইন্ডাস্ট্রি চিন্তাও করতে পারে না। জানিয়ে রাখি, দীনেশ লাল যাদব এবং আম্রপালির ভোজপুরি গানটির নাম, “নয়নাকে বান জবসে চলল হবে”।

Advertisement
Advertisement

ভাইরাল ভিডিওতে আম্রপালি এবং নিরাহুয়ার কেমিস্ট্রি ছিল দেখার মত। লাল শাড়িতে অভিনেত্রীকে যে ব্যাপক সুন্দর দেখাচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না। তারকা জুটির উন্মত্ত রোমান্স রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নেটিজেনদের। “ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরী” নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। অলোক কুমার ও কল্পনার গাওয়া এই গানের লিরিক্স লিখেছেন পেয়ারে লাল যাদব। আপনি যদি ভাইরাল ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।

Advertisement

Related Articles

Back to top button