আম্রপালির বুক থেকে শাড়ির আঁচল সরালেন নিরাহুয়া

দীনেশ লাল যাদব নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua) ও আম্রপালি দুবে (Amrapali Dubey) অভিনীত প্রায় সবকটি ফিল্ম ব্লকবাস্টার হিট। তাঁদের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করে ভোজপুরি ফিল্মের দর্শকদের। এই জুটির অন্যতম হিট হল ‘মোকামা 0 কি.মি.’ মুভিটি। এই মুভির গান ‘খোলে দি কবড়িয়া ভৈল ভোর’ এখনও যথেষ্ট জনপ্রিয়। এই গানটি নতুন করে একটি ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে 2017 সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এখনও অবধি এই গানটির ভিউ অতিক্রম করেছে সাড়ে বাইশ হাজার। সন্তোষ মিশ্র (Santosh Mishra) পরিচালিত ফিল্ম ‘মোকামা 0 কি.মি.’-এর গান ‘খোলে দি কবড়িয়া ভৈল ভোর’-এর শুরুতে দেখা যায়, সদ্য বিবাহিতা আম্রপালি ভোর হয়ে গেলে ঘরের দরজা খুলে বাইরে বেরোনোর সময় তাঁকে বাধা দেন নিরাহুয়া। আম্রপালির শাড়ির আঁচল ধরে তিনি টানলে শাড়ির আঁচল বুক থেকে খসে যায়। আম্রপালি গানের সুরে তাঁকে মিনতি করেন দরজা খুলে বাইরে যেতে দিতে। কারণ ভোর হয়ে গিয়েছে। ঘরের জানলার পর্দা সরিয়ে আম্রপালি বলেন, শাশুড়িকে তাঁর সম্পর্কে নালিশ করছেন তাঁর ননদ। ফলে বাইরে যেতে মনস্থ করেছেন আম্রপালি। তিনি নিরাহুয়াকে বলেন, তাঁর ব্লাউজের লটকান বেঁধে দিতে।

কিন্তু নিরাহুয়া গানের সুরে আম্রপালিকে বলেন, তিনি কোনোভাবেই নিজের স্ত্রীকে বাইরে যেতে দিতে রাজি নন। নিরাহুয়া তাঁর সাথে অন্তরঙ্গ হন। সেই সময় আম্রপালি লক্ষ্য করেন, ঘরের জানলার পর্দা সরানো রয়েছে। তিনি পর্দা ঠিক করতে গেলে নিরাহুয়া আম্রপালিকে বাধা দেন। আম্রপালি বলেন, নিরাহুয়া খালি নিজের ব্যাপারেই ভাবছেন। তিনি আম্রপালির কথা বুঝছেন না। কিন্তু শেষ অবধি নিরাহুয়াকে রাতের জন্য অপেক্ষা করতে বলেন আম্রপালি। এই গানটি গেয়েছেন কল্পনা (Kalpana) ও রজনীশ (Rajnish)।