Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: বন্ধ লিফটের মধ্য অঞ্জনা সিংকে জোর করে চুমু দীনেশের, ছাড়াতে পারলেন না অভিনেত্রী

ভোজপুরি সিনেমা মানে বিনোদনের ভরপুর মশলা। দেখতে দেখতে কখন সময় কেটে যাবে ধরতেও পারবেন না। আজকাল মানুষ চটজলদি বিনোদনের সন্ধানে থাকেন। সেই খোঁজে সময়ের সঙ্গে ক্রমে বেড়ে চলেছে ভোজপুরি সিনেমা…

Avatar

ভোজপুরি সিনেমা মানে বিনোদনের ভরপুর মশলা। দেখতে দেখতে কখন সময় কেটে যাবে ধরতেও পারবেন না। আজকাল মানুষ চটজলদি বিনোদনের সন্ধানে থাকেন। সেই খোঁজে সময়ের সঙ্গে ক্রমে বেড়ে চলেছে ভোজপুরি সিনেমা ও দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতি মানুষের চাহিদা। আজ এমনই একটি ক্লিপের কথা আপনাদের বলতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। যেখানে কয়েক মিনিটের মধ্যে রয়েছে পুরোদস্তুর মনোরঞ্জন।

ভোজপুরি সিনেমা সিনেমা মানেই যে শুধু উষ্ণ দৃশ্য চটুল নাচ এমনটা না। বরং আরো অনেক কিছু। মানুষকে হাসানোর মতো রসদ থাকে ছবির ছত্রে ছত্রে। আর সেই সিনেমায় যদি দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তার অনেক পুরনো সিনেমাও চলে তেল খাওয়া নতুন গাড়ির মতো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীদের সঙ্গে দীনেশ লালের বনিবনা বেশ ভালো। সে যে অভিনেত্রী হোক না কেন। দীর্ঘ দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আজ করছেন অঞ্জনা সিং। বছরের পর বছর তিনি তার দর্শকদের দিয়েছেন পুরো মাত্রায় আনন্দ। দীনেশ লালের সঙ্গে অঞ্জনার জুটি সর্ব প্রশংসনীয়। রোমান্স হোক বা কমেডি এই জুটির কোনো তুলনা নেই। দীনেশ লাল অঞ্জনা সিং জুটি দেখার জন্য মুখিয়ে থাকে মানুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির একটি মজার ক্লিপ। লিফটের মধ্যে দুজনের মধ্যে মজার সিন মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অঞ্জনার কল্পনায় দীনেশ লাল তাকে জোর করে চুমু দিচ্ছেন। পরে কল্পনা ভাঙলে দুজনেই উপস্থিত হয় বাস্তবের মাটিতে। তারপর শুরু হয় মজার কনভারসেশন। দেখুন সেই ভিডিও –

About Author