Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: শাড়ির আঁচল টেনে ধরলেন, মাঝরাতে রোমান্স করতে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন নিরহুয়া ও আম্রপালি

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেতা অভিনেত্রী জুটি রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো আম্রপালি দুবে এবং নিরাহুয়া। তাদের দুজনের সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি…

Avatar

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেতা অভিনেত্রী জুটি রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো আম্রপালি দুবে এবং নিরাহুয়া। তাদের দুজনের সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি দুনিয়ায় তার একটা বিশাল বড় ফ্যানবেস রয়েছে। তাদের দুজনের রোমান্টিক অভিনয় সবাই দেখতে অত্যন্ত পছন্দ করেন। দুটি হিসেবে তারা সব থেকে হিট। ভোজপুরি সিনেমা জগতে আরো অনেক তারকা থাকলেও এই জুটির থেকে বেশি জনপ্রিয় কোন জুটি হয়নি। এই মুহূর্তে নিরাহুয়া শুধুমাত্র একজন অভিনেতা নন তার সাথে তিনি একজন জনপ্রতিনিধিও বটে। অন্যদিকে ইউটিউবে নিজের চ্যানেলের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন আম্রপালি দুবে। সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল।

ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে ‘নিরহুয়া’ আজকের সময়ে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। নিরহুয়া শুধু ইউপি এবং বিহারেই নয়, দেশে এবং বিদেশেও অনেক পছন্দ করা হয়। দীনেশ লাল যাদব ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অনেক ছবি উপহার দিয়েছেন। এই অভিনেতার সঙ্গে কাজ করছেন ইন্ডাস্ট্রির অনেক নামকরা অভিনেত্রী। তবে নিরহুয়ার সঙ্গে ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবের জুটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলেই হৈচৈ পড়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আম্রপালি এবং নিরহুয়ার উপর চিত্রায়িত ভোজপুরি গান ‘নয়না কারাত নিহোরা’ আবারও ইন্টারনেটে আলোড়ন তুলতে দেখা গেছে। গানটিতে নিরহুয়া এবং আম্রপালীর মধ্যে একটি দুর্দান্ত রোম্যান্স দেখা যায়। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়ি পরেছেন আম্রপালি। তাই নিরহুয়া পরেছেন নীল রঙের শেরওয়ানি।

About Author