Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: মোনালিসা ও আম্রপালি’র সঙ্গে বেডরুমে তোলপাড় নিরহুয়ার, এমন ভিডিও সামনে এসেছে

আম্রপালি দুবে, দিনেশ লাল যাদব এবং মোনালিসা, এই তিন মূর্তি ভোজপুরি সিনেমায় খুব বিখ্যাত। এঁরা একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ভোজপুরি দর্শকদের। শুধু ভোজপুরি নয়, হিন্দি সিনেমার দর্শকরাও এই তিনজনকে…

Avatar

আম্রপালি দুবে, দিনেশ লাল যাদব এবং মোনালিসা, এই তিন মূর্তি ভোজপুরি সিনেমায় খুব বিখ্যাত। এঁরা একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ভোজপুরি দর্শকদের। শুধু ভোজপুরি নয়, হিন্দি সিনেমার দর্শকরাও এই তিনজনকে ভালোভাবে চেনে। বিশেষত, মোনালিসা (Monalisa) এখনও হিন্দি প্রজেক্টে কাজ করেন, এবং আম্রপালি (Amrapali Dubey) প্রথম প্রথম কিছু হিন্দি প্রজেক্টে কাজ করেছিলেন।পাশাপাশি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া (Dinesh Lal Yadav) হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির স্টার। তিনি যেই ফিল্মে কাজ করেন সেটাই হিট।

সম্প্রতি, একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এই তিন তারকাকেই একসঙ্গে পেয়েছেন দর্শকরা। গানটিতে নিরহুয়া, আম্রপালি দুবে এবং মোনালিসাকে একসঙ্গে দুর্দান্ত রোমান্স করতে দেখা গিয়েছে। যার কারণে তাদের মিউজিক ভিডিওটি পুনরায় ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে। কি সেই গান?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া এই ভিডিওটির গানের নাম ‘মাথা ফেল হো গেল'(mattha fail ho gail)। যেখানে আম্রপালি দুবেকে শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে। অন্যদিকে মোনালিসাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের শর্ট ড্রেসে। দুজনের সঙ্গে ভরপুর রোম্যান্সে মেতেছেন ভোজপুরি সুপারস্টার নিরহুয়া। ওয়েভ মিউজিকের ইউটিউব চ্যানেলে এই গানটি দেখতে পারেন। এখনও পর্যন্ত এই ভিডিওটিতে 16 মিলিয়ন ভিউ তৈরি হয়েছে। এই গানটি গেয়েছেন কল্পনা অলোক কুমার এবং খুশবু জৈন।

ভোজপুরি ইন্ডাস্ট্রির ভিডিও মানেই তাতে থাকবে ভরপুর লাস্য, রোম্যান্স ও উত্তেজনা। এই কারণগুলোর জন্যেই এই ভিডিওগুলো মানুষ বেশি দেখতে পছন্দ করে। সেরকমই, ‘মাথা ফেল হো গেল'(mattha fail ho gail) ভিডিও মানুষ উপভোগ করেছে ভরপুর রোম্যান্স দৃশ্যের জন্য। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে কীভাবে নিরহুয়া একই সঙ্গে দুই স্ত্রীর সঙ্গে রোমান্স করেছেন। তাহলে দেখে নিন ভিডিওটি (Nirahua, Amrapali – Monalisa Hot Romance Video)।

About Author