ভোজপুরি সিনেমার জুবিলি তারকা দীনেশ লাল যাদব নিরহুয়া এবং ইউটিউব কুইন আম্রপালি দুবের আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷ গানটির ভিডিওতে নিরহুয়া ও আম্রপালিকে একে অপরের সঙ্গে রোমান্স করতে দেখা যাচ্ছে। ভোজপুরি ছবি ‘আয়ি মিলন কি রাত’-এর ‘মন বড় করাটা’ গানটি দর্শকদের পাগল করে দিচ্ছে। গানটির ভিডিওতে নিরহুয়া ও আম্রপালির রসায়ন মানুষ পছন্দ করছে। তাদের রোমান্টিক কেমিস্ট্রি দেখে মানুষ বেশ আনন্দিত।
এই ছবির ‘মন বড় কর্তা’ গানে তাদের রোমান্স আপনারা দেখতে পাবেন দারুনভাবে। গানের ভিডিওতে দুজনকেই তাদের বিয়ের রাতে বিছানা সাজাতে দেখা যাচ্ছে। গোলাপি রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে অভিনেত্রী আম্রপালিকে। দীনেশ লাল যাদব ওরফে নিরাহয়া, আম্রপালি দুবে, শাহবাজ খান, আয়াজ খান, প্রীতি মৌর্য, সন্তোষ পাহলভিকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। গানের প্রযোজক হরিশ এন. সাপকালে রঞ্জিত ভট্টাচার্য, সহ-প্রযোজক ইজহার আলম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি, গানটির সঙ্গীত দিয়েছেন ওম ঝা এবং গানটি একসঙ্গে গেয়েছেন দিনেশ লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানটি আপলোড করা হয়েছে Enterr10 Rangeela নামের একটি ইউটিউব চ্যানেলে। এখনো পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৬৭৪ বারের বেশি দেখা হয়েছে এই ভিডিওটি।