রাত হতেই খাটের উপর রোমান্সের ঝড়, দরজা বন্ধ করে দেখুন আম্রপালি-নিরহুয়ার ঘাম ঝরানো ভিডিও

নেটপাড়ায় এমন লোকের সংখ্যা খুবই কমই রয়েছে যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আম্রপালি-নিরহুয়ার রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন না। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত বেশ কয়েক বছর ধরে একছত্র অধিপত্য বিস্তার…

Avatar

নেটপাড়ায় এমন লোকের সংখ্যা খুবই কমই রয়েছে যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আম্রপালি-নিরহুয়ার রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন না। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত বেশ কয়েক বছর ধরে একছত্র অধিপত্য বিস্তার করেছেন আম্রপালি দুবে এবং নিরহুয়া। তাদের এই জুটিকে বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরাও। জানলে অবাক হবেন, আম্রপালি দুবে গান নিরহুয়ার সঙ্গে ৩০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়া শতাধিক অ্যালবাম ভিডিওতে কাজ করেছেন এই জুটি।

বিগত বেশ কয়েক বছর ধরে ভোজপুরি সিনেমার এই জনপ্রিয় জুটির রসায়ন বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এদের রোমান্টিক গানগুলি বেশ পছন্দ করে থাকেন তারা। নিরহুয়া এবং আম্রপালি দুবের প্রতিটা গান নেট পাড়ায় রীতিমত ভাইরাল হয়। সম্প্রতি যে গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে, সেই গানে দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবের জোরালো কেমিস্ট্রি ভক্তদের পাগল করে দিচ্ছে। বিশেষ করে ঘরের দরজা বন্ধ করে দীনেশ লাল যাদবের উষ্ণতম রোমান্স, নেটিজেনদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গানটির কথা বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু বছর আগে মুক্তি পায় Nirahua Hindustani 2। এই সিনেমার সবকটি সঙ্গীত হিট। বেশ কয়েক বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমাটির অধিকাংশ গান প্রায়ই ভাইরাল হয়। এবারে ভাইরাল হয়েছে Nisha me chadhal ba গানটি। Madhukar Anand ও Priyanka Singh-এর কন্ঠে গাওয়া এই গানটিতে আম্রপালি দুবে এবং নিরহুয়ার রোমান্স বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, আম্রপালির কালো ড্রেস নেটিজেনদের ঘাম ঝরিয়ে দিয়েছে।